সাতক্ষীরা কারগারে হামলা, চলে গেছেন ৫৮৮ বন্দি
সাতক্ষীরা জেলা কারাগারে দুর্বৃত্তদের হামলার পর, সেখান থেকে ৫৮৮ জন বন্দি চলে গেছেন।
সোমবার (৫ আগস্ট) বিকেলে চার থেকে পাঁচ হাজার মানুষ হামলা চালায় জেলা কারাগারে। প্রথমে কারাগারের বাইরে থাকা ক্যান্টিনে লুটপাট করা হয়। ভাঙচুর করা হয় দুটি মোটর সাইকেল। পরে কারাগারের প্রধান ফটক ভেঙে ভিতরে প্রবেশ করে ভাঙচুর চালান হামলাকারীরা।
এ সময় কারা হামলাকারীরা কারাগারের তালা ও দেওয়াল ভেঙ্গে বন্দিদের মুক্ত করে দেন।
কারা কর্তৃপক্ষ জানিয়েছে, ৫৯৬ জন বন্দি ছিলেন কারাগারে। এরমধ্যে এখন আছেন মাত্র ৮ জন বন্দি। বাকি সব বন্দিদের মুক্ত করে দেওয়া হয়েছে। যে ৮ বন্দি রয়েছেন, তারা মূলত যেতে চাননি বিধায় রয়ে গেছেন।