বাফুফে থেকে পদত্যাগ করলেন সালাম মুর্শেদী
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) থেকে সরে দাঁড়িয়েছেন সালাম মুর্শেদী। সিনিয়র সহ-সভাপতির পদ থেকে বৃহস্পতিবার ইস্তফা দিয়েছেন সাবেক এই তারকা ফুটবলার ও সংগঠক। এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানিয়েছে বাফুফে।
সিনিয়র সহ-সভাপতি পদে থাকা মুর্শেদী ফিন্যান্স ও রেফারিজ কমিটির প্রধান ছিলেন। এই পদ থেকেও অব্যাহতি নিয়েছেন তিনি। বাফুফের সংবাদ বিজ্ঞপ্তিতে তার পদত্যাগের কারণ 'ব্যক্তিগত' বলে উল্লেখ করা হয়েছে।
বাফুফের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী আজ ৮ আগষ্ট, ২০২৪ তারিখে ব্যক্তিগত কারণে তার পদ হতে পদত্যাগ করেছেন। সাবেক এই তারকা ফুটবলার ২০০৮ সাল থেকে সিনিয়র সহ-সভাপতি হিসেবে বাফুফেতে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া আব্দুস সালাম মুর্শেদী বাফুফে ফিন্যান্স কমিটি ও রেফারিজ কমিটির চেয়ারম্যান পদ থেকেও পদত্যাগ করেছেন।'
খেলোয়াড়ি ক্যারিয়ারের চেয়ে মুর্শেদীর সংগঠক ক্যারিয়ার দীর্ঘ। বাফুফেতে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন তিনি। টানা চারবার বাফুফের সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হন তিনি। ২০০৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত এই পদে ছিলেন মুর্শেদী।
দীর্ঘ এই সময়ে নানা কারণে বিতর্কে জড়িয়েছে মুর্শেদীর নাম। জালিয়াতির কারণে গত মে মাসে ফিফার শাস্তি পেতে হয় তাকে। সাধারণ দায়িত্ব পালন অবহেলা, বিশ্বস্ততার সঙ্গে দায়িত্ব পালনে ব্যর্থ হওয়া এবং জালিয়াতি ও মিথ্যা তথ্য প্রদানের অপরাধে তাকে ১০ হাজার সুইস ফ্রাঁ (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ লাখ ৮৫ হাজার টাকা) জরিমানা করে ফিফা।
সংসদ সদস্যের পদও হারিয়েছেন মুর্শেদী, খুলনা-৪ আসনে আওয়ামী লীগের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন তিনি। গণআন্দোলনে সরকারের পদত্যাগের পর তিন বাহিনীর প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকের সিদ্ধান্তের প্রেক্ষিতে দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।