লোকসান কাটিয়ে উঠতে আশাবাদী রপ্তানিকারকরা
নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন অন্তর্বর্তী সরকার ক্রেতাদের আস্থা বাড়াবে এবং বাংলাদেশের রপ্তানির মূল বাজার পশ্চিমা বিশ্বে তার (ড. ইউনূস) খ্যাতির কারণে পণ্যের অর্ডার বাড়বে বলে আশা করছেন দেশের রপ্তানিকারকরা।
তারা বিশ্বাস করেন, সরকার যদি আইন-শৃঙ্খলা পুনরুদ্ধার এবং নিরাপত্তা নিশ্চিত করতে পারে তাহলে গত মাসে ছাত্র আন্দোলনের কারণে যে লোকসান হয়েছে তা কাটিয়ে ওঠা সম্ভব।
দেশে নতুন বিনিয়োগ আকৃষ্ট করার একটি ভাল সুযোগ রয়েছে উল্লেখ করে রপ্তানিকারকরা জানিয়েছেন, ক্রেতারা ইতোমধ্যেই বাংলাদেশ থেকে সোর্সিং বাড়ানোর জন্য তাদের আগ্রহ প্রকাশ করছে।
তারা এই সম্ভাব্য সুযোগগুলোকে কাজে লাগানোর জন্য রপ্তানির পরিস্থিতি স্থিতিশীল এবং ব্যবসা-বান্ধব পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সারা দেশে আইনশৃঙ্খলা পুনরুদ্ধার করার জন্য নতুন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
শুক্রবার (৯ আগস্ট) দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সাথে আলোচনার সময় শিল্প মালিকরা কিছু চ্যালেঞ্জ তুলে ধরেছেন যেগুলো দ্রুত মোকাবেলা করা সম্ভব; যেমন মহাসড়কে নিরাপত্তা ও সুরক্ষা পুনরুদ্ধার করা এবং বন্দর কার্যক্রম সহ রপ্তানি ও আমদানির জন্য শুল্ক পদ্ধতির গতি বৃদ্ধি করা।
বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের মতে, নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যেই শিল্পাঞ্চলে সামরিক কর্মকর্তাদের নেতৃত্বে একটি যৌথ টাস্কফোর্স মোতায়েন করা হয়েছে।
পোশাক রপ্তানিকারকরা আশাবাদী, টাস্কফোর্সের হস্তক্ষেপের পর বন্দর দ্রুতই সম্পূর্ণ কনটেইনার হ্যান্ডলিং ক্ষমতা ফিরে পাবে। তবে বেশিরভাগ কাস্টমস কর্মকর্তা, বন্দর কর্মচারী এবং সিএন্ডএফ এজেন্ট তাদের অফিসে অনুপস্থিত থাকায় চট্টগ্রাম বন্দর ও কাস্টমসের কার্যক্রম ব্যাহত হচ্ছে।
ব্যবসা রাজনীতি থেকে আলাদা থাকবে
একটি শীর্ষস্থানীয় ইউরোপীয় ব্র্যান্ডের কান্ট্রি ম্যানেজার টিবিএসকে বলেছেন, প্রফেসর ইউনূসের নেতৃত্বের ওপর আস্থা মানবাধিকার এবং বাকস্বাধীনতাকে রক্ষা করার পাশাপাশি ভাল আইনশৃঙ্খলা ব্যবস্থা নিশ্চিত করতে পারে।
বৈশ্বিক কার্যালয়ে শীর্ষ কর্মকর্তাদের সাথে আলোচনার কথা উল্লেখ করে ম্যানেজার বলেছেন, একটি ব্যবসা বান্ধব প্রশাসন সম্ভবত বিশ্বব্যাপী ক্রেতাদের আরও বেশি আকৃষ্ট করবে এবং পশ্চিমা দেশগুলো থেকে ব্যবসা বাড়াবে।
এছাড়াও তিনি জানিয়েছেন, পশ্চিমে অধ্যাপক ইউনূসের ইতিবাচক খ্যাতি যথেষ্ট বিদেশি সরাসরি বিনিয়োগ (এফডিআই) আনতে পারে। তবে তিনি ধারণা করছেন, "কিছু প্রতিবেশী দেশ নতুন সরকারের প্রতি পশ্চিমাদের আস্থা নিয়ে উদ্বিগ্ন হতে পারে।"
তিনি বলেন, "নবগঠিত অন্তর্বর্তী সরকারকে অবশ্যই ভারতীয় বিনিয়োগকারীদের বাংলাদেশে অংশীদারিত্বের বিষয়ে আশ্বস্ত করবে এবং তাদেরকে বোঝাতে সক্ষম হবে, নতুন প্রশাসনের অধীনে ব্যবসা রাজনীতি থেকে আলাদা থাকবে।"
একটি ভারতীয় বহুজাতিক কোম্পানির কান্ট্রি ম্যানেজার বলেছেন, রাজনৈতিক পরিবর্তনে ক্রেতারা সন্তুষ্ট। তিনি আরও বলেন, বেশ কয়েকটি ইউরোপীয় ব্র্যান্ড চীনের পরিবর্তে বাংলাদেশের ওপর বেশি নির্ভর করতে আগ্রহ দেখিয়েছে।
নিরাপত্তা ও সুরক্ষা অবিলম্বে পুনরুদ্ধার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন তিনি।
ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বার টিবিএসকে বলেন, ইইউ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে নতুন সরকারের প্রধান উপদেষ্টার ভালো সম্পর্ক পারস্পরিক আস্থা ও ব্যবসা বৃদ্ধি করবে।
তিনি আরও বলেন, এই সদিচ্ছা দেশের সাম্প্রতিক সময়ে কমে আসা রেটিংকে বাড়িয়ে তুলতে পারে। তবে সরকারকে সতর্ক করে দিয়ে তিনি বলেছেন, বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে এমন সুবিধাবাদীদের ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখতে হবে।
পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে
স্প্যারো গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর শোভন ইসলাম বলেন, গত মাসে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে উৎপাদন ব্যাহত হওয়ায় যে ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে বেশিরভাগ কারখানা শুক্রবার [শিল্প কারখানার জন্য সাধারণত ছুটির দিন] থেকে আবারো চালু হয়েছে।
তিনি বলেন, নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে সামরিক কর্মকর্তাদের নেতৃত্বে একটি যৌথ টাস্ক ফোর্স প্রধান শিল্প অঞ্চল জুড়ে মোতায়েন করা হয়েছে।
শোভন আরও বলেন, শিল্পাঞ্চল পুলিশ, র্যাব, বিজিএমইএসহ অন্যান্য কর্মকর্তারা এই টাস্কফোর্সের সঙ্গে সহযোগিতা করবেন।
শাশা ডেনিমসের ব্যবস্থাপনা পরিচালক শামস মাহমুদ বলেন, শিল্পাঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি প্রায় স্বাভাবিক এবং বন্দরের কার্যক্রম সুষ্ঠুভাবে চলছে। তিনি বলেন, জট কাটিয়ে উঠতে এবং সময়সীমা পূরণ করতে কাস্টমসের বৃহত্তর সহযোগিতা প্রয়োজন।
তিনি ইইউর সাথে সরকারের সহযোগিতা চুক্তি আলোচনা পুনরায় শুরু করার পরামর্শ দেন। এছাড়াও, তিনি এলডিসি গ্রাজুয়েশনের আগে দেশের অর্থনৈতিক অবস্থান স্পষ্ট করতে "ব্যাংকিং সেক্টরের ওপর একটি শ্বেতপত্র প্রকাশ" করার জন্য নতুন সরকারকে আহ্বান জানান।
তিনি বলেন, যদি পূর্ববর্তী সরকারের অর্থনৈতিক বিভিন্ন পরিসংখ্যান ভুল প্রমাণিত হয়, তাহলে নতুন সরকারের উচিত এলডিসি গ্রাজুয়েশন আলোচনা ১০ বছর পর্যন্ত স্থগিত করা।
টিএডি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আশিকুর রহমান তুহিন বলেন, নতুন অন্তর্বর্তী সরকার গঠনের মাধ্যমে বাংলাদেশ ইতোমধ্যে ভাবমূর্তি ফিরে পেয়েছে।
তিনি বলেন, "এখন আইনশৃঙ্খলা পুনরুদ্ধার, নিরাপত্তা নিশ্চিত করা এবং বিদ্যুৎ সংকট মোকাবেলায় স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার দিকে নজর দেওয়া উচিত।"
আশিকুর আরও জানিয়েছেন, গত মাসের শ্রমিকদের বেতন দেওয়ার জন্য শিল্পগুলোর ব্যাংক-এর সহযোগিতা প্রয়োজন কারণ এই মাসের প্রথম সপ্তাহেই শ্রমিকদের বেতন দেওয়ার কথা ছিল।
তিনি বলেন, "ব্যাংকে নগদ অর্থের সংকটের কারণে বেতন ১৫ আগস্ট পর্যন্ত বিলম্বিত হতে পারে।"