পদত্যাগের দাবি ওঠার অর্থ প্রধান বিচারপতি নিশ্চয়ই বোঝেন: উপদেষ্টা আসিফ নজরুল
অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, "পদত্যাগের দাবি উঠার মানে প্রধান বিচারপতি নিশ্চয়ই বুঝতে পারেন।"
শনিবার (১০ আগস্ট) সচিবালয়ে প্রথম নিজ দপ্তরে আসেন আইন উপদেষ্টা। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগ দাবি করা হয়েছে।
এ বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, "যে দাবি এসেছে, সেটা ছাত্র সমাজের পক্ষ থেকে এসেছে। এ আন্দোলনে অনেক শিক্ষার্থী নিহত হয়েছেন। যখন আমরা দেখি ৬ বছরের একটা শিশু মারা গেছে, রিয়া গোপ- খুবই আবেগাপ্লুত হয়ে যাই।"
তিনি বলেন, "এখন নেতৃত্ব দিচ্ছেন, প্রতিনিধিত্ব করছেন সমন্বয়করা। এত বড় একটা গণ আন্দোলন, যেখানে ১৬-১৭ বছর ধরে থাকা একটা সরকার, যে সরকারের প্রধানকে পালিয়ে যেতে হয়েছে। ফলে ওই রকম (শিক্ষার্থীদের) জায়গা থেকে চাপ আসার পর প্রধান বিচারপতির কী করা উচিত, তা ওনার ওপরেই ছেড়ে দিলাম।"