ব্র্যাড পিটের নতুন প্রেমিকা
অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর নতুন সম্পর্কে জড়িয়েছেন হলিউড তারকা ব্র্যাড পিট। জার্মান মডেল নিকোল পটুরালস্কি তার প্রেমিকা।
বুধবার ফ্রান্সের প্যারিসের লা বুর্গে এয়ারপোর্টে ব্যক্তিজীবনের এই নতুন জুটিকে একসঙ্গে দেখা যায়। জানা গেছে, তারা ছুটি কাটাতে পাড়ি জমিয়েছেন ফ্রান্সে।
বলে রাখা ভালো, ফ্রান্সের দক্ষিণাঞ্চলে একটা অট্টালিকা রয়েছে অস্কারজয়ী পিটের। তারা দুজন সেখানেই উঠেছেন বলে খবরে প্রকাশ।
প্যারিসের ওই বিমানবন্দরে পটুরালস্কি এসে নেমেছেন বার্লিনের চার্লস দু গল এয়ারপোর্ট থেকে; অন্যদিকে লস অ্যাঞ্জেলেস এয়ারপোর্ট থেকে প্রাইভেট জেটে চড়েছিলেন পিট।
সম্পর্কের কথা এ জুটি প্রকাশ্যে ঘোষণা না দিলেও, অনেকের মতে, বেশ কয়েক মাস ধরে সরাসরি নাম উল্লেখ না করে, বরং 'লাভ' ও 'বেটার হাফ' সম্বোধনে পটুরালস্কি আসলে ইনস্টাগ্রামে পিটকেই বোঝাচ্ছেন। এবার তাদের এভাবে প্রকাশ্যে দেখা যাওয়ায় সেই ধারণাকে সত্য বলে মেনে নিচ্ছে মার্কিন গণমাধ্যম।
- সূত্র: নিউইয়র্ক পোস্ট