লুট হওয়া ৩০৯টি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ
বাংলাদেশে পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন ধরণের ৩০৯টি অস্ত্র উদ্ধার করেছে। গত মাসে বিভিন্ন থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের সময় লুট করা হয় এসব অস্ত্র।
বাংলাদেশে পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন ধরণের ৩০৯টি অস্ত্র উদ্ধার করেছে। গত মাসে বিভিন্ন থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের সময় লুট করা হয় এসব অস্ত্র।
পুলিশের প্রধান কার্যালয় থেকে পাঠানো থেকে তথ্যে আরো জানানো হয়, তারা একই সঙ্গে ৬ হাজার ২৫৮টি বুলেটও উদ্ধার করেছে।
এছাড়া আরো উদ্ধার করা হয় ৩১৮টি টিয়ার গ্যাস সেল, দুটি টিয়ার গ্যাস গ্রেনেড এবং ৯টি সাউন্ড গ্রেনেড।