১২ ঘণ্টা গড়িমসির পর ফটোসাংবাদিক প্রিয় হত্যার মামলা নিল পুলিশ, শেখ হাসিনাসহ আসামি ৭
দীর্ঘ ১২ ঘন্টা গড়িমসির পর কোটা সংস্কার আন্দোলন চলাকালে ফটোসাংবাদিক তাহির জামান (প্রিয়) হত্যার ঘটনায় মামলা নিয়েছে পুলিশ। গতকাল (মঙ্গলবার) দিবাগত রাত ১২টার পর রাজধানীর নিউমার্কেট থানায় মামলাটি দায়ের করেন তাহির জামানের মা সামসি আরা জামান।
মামলা নেওয়ার বিষয়টি টিবিএসকে নিশ্চিত করেছেন নিউমার্কেট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খন্দকার জালাল উদ্দীন মাহমুদ। তিনি বলেন, "রাত ১২ টার একটি হত্যা মামলা রজু করা হয়েছে। মামলায় সাতজনকে আসামি করা হয়েছে।"
মামলার আসামিরা হলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ-আল মামুন, রমনা জোনের সাবেক ডিসি মোহাম্মদ আশরাফ ইমাম, রমনা জোনের সাবেক এডিসি হাফিজ আল-আসাদ, নিউমার্কেট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম ও নিউমার্কেট জোনের সহকারী কমিশনার রেফাতুল ইসলাম।
জানা যায়, ছেলে হত্যার ঘটনায় মামলা দায়েরের জন্য গতকাল বেলা সোয়া ১১টার দিকে নিউমার্কেট থানায় যান সামসি আরা জামান। কিন্তু পুলিশ মামলা নিতে গড়িমসি করে। বিষয়টি জানাজানি হলে সন্ধ্যার পর থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত অর্ধশতাধিক ছাত্র-জনতা থানার সামনে অবস্থান নেন।
পরে দশটার দিকে থানায় আসেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার ইসরাইল হাওলাদার। তিনি ছাত্র-জনতার সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।
এ সময় ছাত্র-জনতার পক্ষে সাতমসজিদ সড়কে গাছ রক্ষা আন্দোলনের সমন্বয়ক আমিরুল রাজীব বলেন, "মামলা না নেওয়ার জন্য ডিএমপির নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার রেফাতুল ইসলাম দায়ী। থানায় আসার পর থেকেই তিনি (রেফাতুল ইসলাম) মামলা না নেওয়ার জন্য নানা টালবাহানা করেছেন। এমনকি বিভিন্নজনকে দিয়ে ফোন করে নানাভাবে হুমকিও দিয়েছেন। মামলা যাতে রুজু না করা যায়, এ জন্য তিনি এই থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ পরিদর্শককেও (তদন্ত) কৌশলে থানা থেকে অন্যত্র সরিয়েছেন।"
পরে ডিএমপির যুগ্ম কমিশনার ইসরাইল হাওলাদার তখন উপস্থিত ছাত্র-জনতার উদ্দেশে বলেন, "থানায় মামলা রুজুর জন্য যে পুলিশ কর্মকর্তা প্রয়োজন, তা এখন এই মুহূর্তে নেই। মামলা অবশ্যই রুজু করা হবে।" পাশাপাশি সহকারী পুলিশ কমিশনার রেফাতুল ইসলামের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।
রাত ১১টার দিকে সামসি আরা সাংবাদিকদের বলেন, "বেলা সোয়া ১১টা থেকে থানায় এসে বসে আছি। তারা শুরু থেকেই মামলা না নেওয়ার জন্য নানাভাবে চেষ্টা করছে। নানা কথা বলে আমাদের সকাল থেকে হয়রানি করা হয়েছে। এখন এসে বলছে, থানায় মামলা নেওয়ার জন্য কোনো কর্মকর্তা নেই।"
কোটা সংস্কার নিয়ে আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই ঢাকার গ্রিন রোডে গুলিবিদ্ধ হয়ে মারা যান তরুণ আলোকচিত্রী তাহির জামান। তিনি একসময় দ্য রিপোর্ট ডট লাইভ নামে একটি নিউজ পোর্টালের ভিডিও জার্নালিস্ট ছিলেন।