কারওয়ান বাজারের দোকানগুলোতে নেই চিড়া-মুড়ি-গুড়, ক্রেতাদের ক্ষোভ
বন্যার কারণে ত্রাণ সামগ্রী হিসেবে চিড়া, মুড়ি ও গুড়ের চাহিদা বেড়ে যাওয়ায় রাজধানীর কারওয়ান বাজারের সব দোকানেই এসব পণ্য শেষ হয়ে গেছে। আজ শুক্রবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাজারটির অন্তত ১৫টি দোকান ঘুরেও পণ্যগুলো পাওয়া যায়নি।
বন্যার্তদের সহায়তার জন্য কারওয়ান বাজারে চিড়া ও মুড়ি কিনতে এসেছিলেন মিনু বেগম। কথা হলে তিনি বলেন, 'আমি ৩০০ চিড়া ও ২০০ কেজি মুড়ি কিনব। এক ঘণ্টা ধরে খুঁজেও কোনো দোকানে পেলাম না।'
বাজার ঘুরে জানা গেছে, প্রতি কেজি চিড়া ৭০ টাকা, মুড়ি ৮০ টাকা ও গুড় ১২০ টাকায় বিক্রি হয়েছে। ত্রাণ হিসেবে প্রয়োজনীয় শুকনো খাবারের মধ্যে সবচেয়ে বেশি চাহিদা চিড়া, মুড়ি ও গুড়ের।
বিক্রেতা মোহম্মদ জাফর আহমেদ বলেন, আজ আড়াই হাজার কেজি চিড়া বিক্রি করেছি। দুপুরে আমার সব পণ্য বিক্রি শেষ হয়ে যায়। পাইকারি দামে ৬৫ টাকা কেজিতে চিড়া বিক্রি করেছি।
কথা হয় রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহম্মদ প্রতিকের সঙ্গে। তিনিও বন্যার্তদের সহায়তার জন্য চিড়া-মুড়ি কিনতে এসেছিলেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, 'কারওয়ান বাজারে না পেলে কোথায় পাবো?'
এদিকে বিক্রেতারা জানিয়েছেন, আগামীকাল শনিবার সকালে বাজারে কিছু পণ্য আসবে। তবে আনেক ক্রেতা অগ্রিম অর্ডার দিয়েছেন। সবাইকে পণ্য দেওয়া সম্ভব হবে না।