দেড় মেট্রিক টনের বেশি মরা মাছ ভেসে উঠেছে ধানমন্ডি লেকে
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আজ শুক্রবার (২৩ আগস্ট) ধানমন্ডি লেক থেকে প্রায় দেড় মেট্রিক টন মরা মাছ অপসারণ করেছে। এর আগে বিকালে হ্রদে কয়েক হাজার মরা মাছ ভাসতে দেখে স্থানীয়রা।
কর্তৃপক্ষ জানায়, তাৎক্ষণিকভাবে মাছ মারা যাওয়ার কোনো সুনির্দিষ্ট কারণ শনাক্ত করা যায়নি। তবে আগামীকাল মরা মাছের সংখ্যা আরও বাড়তে পারে।
সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাসের দ্য বিজনেস স্ট্যান্ডার্ড (টিবিএস)- কে বলেন, 'ধানমন্ডি লেকে হাজার হাজার মরা মাছ ভেসে ওঠার খবর পেয়ে কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ, জোন-১ ও মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।'
তিনি বলেন,'মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য পানি ও মরা মাছের নমুনা সংগ্রহ করা হয়েছে।'
তিনি আরও বলেন, 'সিটি কর্পোরেশনের প্রশাসকও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি কর্মকর্তাদের মরা মাছ অপসারণ করতে এবং বিষয়টির পুঙ্খানুপুঙ্খ তদন্ত করার নির্দেশ দিয়েছেন।'
নাম প্রকাশে অনিচ্ছুক দক্ষিণ সিটি কর্পোরেশনের এক কর্মকর্তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ড (টিবিএস)-কে বলেন, 'যেহেতু লেকে মাছ চাষের জন্য ইজারা দেওয়া হয়, হয়ত আগের ইজারাদারকে ক্ষতিতে ফেলতে কেউ বিষ প্রয়োগ করতে পারে।'
তিনি আরেকটি সম্ভাবনা হিসেবে বলেন, 'যেহেতু দেশে বিভিন্ন স্থানে অভিযান চলছে, তাই কারো কাছে অবৈধ ক্যামিক্যাল থাকলে তা এনে লেকের পানিতে ফেলতে পারে।'
মাহি আহমেদ নামের স্থানীয় একজন বাসিন্দা প্রায়ই লেকের চারপাশে জগিং করেন বলে জানান।
তিনি টিবিএসকে বলেন, জগিং করার সময় তিনি লেক থেকে একটি খুব কড়া ও বিশ্রি গন্ধ পান। পরে তিনি খেয়াল করে দেখেন লেকের পানিতে হাজার হাজার মরা মাছ ভেসে উঠেছে, কিছু মাছ লেকের পাড়ের কাছেও জমে আছে।
তিনি বলেন, 'আমি ধানমন্ডিতে আমার পরিচিত কয়েকজনের সঙ্গে যোগাযোগ করেছি এবং এবং এই ঘটনার ছবি শেয়ার করেছি। তারা তাৎক্ষণিকভাবে সিটি করপোরেশনকে খবর জানিয়েছে। আমি জুমার নামাজের পর যখন লেকে ফিরে আসি, তখন আমি একটি দলকে মরা মাছ অপসারণের কাজ করতে দেখি।'
তিনি আরও বলেন, 'একবার অপসারণ করার পরেও মরা মাছ ভেসে উঠেছে।'