শেখ হাসিনা ও তার পরিবারের রূপপুর প্রকল্পের অর্থ আত্মসাতের খবর উড়িয়ে দিলেন রুশ রাষ্ট্রদূত
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নি টিউলিপ ৫০০ কোটি ডলার আত্মসাৎ করেছেন- এই সংবাদ নাকচ করে দিয়েছেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ম্যানটিটস্কি।
রবিবার (২৫ আগস্ট) অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) কার্যালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, 'সত্যি কথা বলতে, প্রথমত এটি একটি গুজব এবং মিথ্যা গুজব। আপনাদের বোঝা উচিত। আমাদের কোম্পানি রোসাটম এরইমধ্যে এ বিষয়ে বিবৃতি দিয়েছে।'
যেখানে নির্মাণ কাজ এখনও চলছে সে অবস্থায় কীভাবে এটি করা যেতে পারে বলে প্রশ্ন তোলেন রাষ্ট্রদূত।
তিনি বলেন, 'পাঁচ বিলিয়ন ডলার। কল্পনা করুন, এটি একটি বড় অর্থ। যখন নির্মাণ চলমান তখন কীভাবে এত অর্থ কাউকে দেওয়া যেতে পারে? আপনাদের কি মনে হয় আমরা এতই পাগল যে কাউকে পাঁচ বিলিয়ন ডলার দেব?'
গত জানুয়ারিতে জাতীয় নির্বাচনের ঠিক আগে এই গুজব তৈরি করা হয় বলে জানান রুশ রাষ্ট্রদূত।