তিন মাস বন্ধ থাকার পর উন্মুক্ত হচ্ছে সুন্দরবন, বনজীবীদের দুই দাবি
তিন মাস বন্ধ থাকার পর ১ সেপ্টেম্বর থেকে উন্মুক্ত হচ্ছে সুন্দরবন। তবে বনজীবীদের দুই দাবিতে উত্তাল হয়ে উঠেছে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ এলাকা।
দাবি আদায়ে বুধবার (২৮ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে উপকূলের নীলডুমুর এলাকায় বিক্ষোভ মিছিল ও বন বিভাগের কার্যালয় ঘিরে সমাবেশ করেছেন হাজারো বনজীবী।
তাদের দাবি দুটি হলো: সুন্দরবন বন্ধ করা যাবে না এবং বনের অভয়ারণ্য এলাকা খুলে দিতে হবে। দাবি আদায়ে অন্তবর্তী সরকারের হস্তক্ষেপ চান তারা।
বনজীবীদের অভিযোগ, সুন্দরবন তিন মাস বন্ধ থাকায় হাজার হাজার বনজীবীর আয় রোজগার বন্ধ হয়ে যাওয়ায় পরিবার নিয়ে অর্ধাহার কিংবা অনাহারে থাকতে হয়েছে।
এছাড়া, সুন্দরবনের তিন ভাগের দুই ভাগ অভয়ারণ্য ঘোষণা করে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এই সিদ্ধান্ত বাতিল করে সুন্দরবনের সব এলাকা উন্মুক্ত করে দিতে হবে।
বন বিভাগের কার্যালয় থেকে জানা গেছে, ২০২০ সালের ২৮ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগ একটি প্রজ্ঞাপন জারি করে সেখানে বলা হয়, 'জুন, জুলাই ও আগস্ট পর্যন্ত তিন মাস সুন্দরবনে বিচরণকারী পশু-পাখি ও গাছ-গাছালির প্রজনন মৌসুম। এই তিন মাসে সুন্দরবনে সর্ব প্রকার পর্যটন ও বন নির্ভর পেশা স্থগিত রাখা যেতে পারে।'
সুন্দরবন বন্ধ থাকলে বনজীবীদের বিকল্প কর্মসংস্থান অথবা খাদ্য সহায়তা দেওয়া যেতে পারে বলেও পত্রটিতে সুপারিশ করা হয়েছিল।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্চের সহকারী বন সংরক্ষক এমকেএম ইকবাল হুসাইন চৌধুরী বলেন, "মূলত মন্ত্রী পরিষদ বিভাগের এই চিঠির আলোকে তিন মাস সুন্দরবনে সব ধরনের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল। ১ সেপ্টেম্বর থেকে আবারও উন্মুক্ত হবে সুন্দরবন।"
বনজীবীদের বিকল্প কর্মসংস্থান ও খাদ্য সহায়তার বিষয়ে তিনি জানান, "এই বিষয়েও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, প্রক্রিয়া চলমান রয়েছে। আর মৎস্য বিভাগের মাধ্যমে কিছু খাদ্য সহায়তা দেয়া হচ্ছে। বনজীবীদের তালিকা প্রস্তুত করতে কাজ চলমান রয়েছে।"
তিনি আরও বলেন, "আশা করছি আগামী বছর থেকে জেলে ও বাওয়ালিরা পুরোপুরি খাদ্য সহায়তা পাবেন। তবে সরকার পরিবর্তন হয়েছে। বর্তমান সরকার নতুন কোন সিদ্ধান্ত দিলে সেভাবে বাস্তবায়ন করা হবে।"
সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন বা লবণাক্ত বনাঞ্চল। সুন্দরবনের মোট আয়তন প্রায় ১০ হাজার বর্গ কিলোমিটার, যা যৌথভাবে বাংলাদেশ ও ভারতের মধ্যে পড়েছে। বাংলাদেশ সুন্দরবনের অংশ ৬,৫১৭ বর্গ কিলোমিটার।