‘জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষর নিয়েছিল’: ইসলামী ব্যাংকের সাবেক এমডি মান্নান
ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আবদুল মান্নান দাবি করেছেন, তাকে ২০১৭ সালের ৫ জানুয়ারি ব্যাংকটি থেকে পদত্যাগ করতে তাকে বাধ্য করা হয়েছিল।
ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই)-এর সদস্যদের হাতে জিম্মি হওয়ার পর এস আলম গ্রুপ মান্নানকে ইসলামী ব্যাংকে তার পদ থেকে পদত্যাগ করতে বাধ্য করেছিল বলে শুক্রবার (৩০ আগস্ট) এক ওয়েবিনারে অভিযোগ করেন মান্নান।
'আমাকে এমন একটি প্যাডে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল যেটি ইসলামী ব্যাংক ১৯৮৩ সালে এর প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত ব্যবহার করেনি,' বলেন তিনি।
ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ 'ব্যাংকিং খাতে দখলদারিত্ব দূরীকরণ: দুর্দশার অবসান হবে?' শীর্ষক ওই ওয়েবিনারের আয়োজন করে।
৫ আগস্ট আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে তিনি বলেন, 'এখন মনে হয় আমার মত প্রকাশের স্বাধীনতা আছে। আগে বিদেশে অবস্থান করেও কথা বলার সাহস পাইনি।'
মান্নান বলেন, যেদিন তাকে জিম্মি করে আগ্নেয়াস্ত্রের মুখে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল, সেদিন বাংলাদেশ ব্যাংকের অনেক শীর্ষ কর্মকর্তা তার পদত্যাগপত্র গ্রহণ করতে গভীর রাত পর্যন্ত তাদের অফিসে অবস্থান করেছিলেন।
মান্নান ও অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের অপসারণের মাধ্যমে বোর্ডের নিয়ন্ত্রণ নেওয়ার পর মোহাম্মদ সাইফুল আলমের মালিকানাধীন চট্টগ্রামভিত্তিক এস আলম গ্রুপ ও এর সঙ্গে জড়িত সংস্থাগুলো ইসলামী ব্যাংক থেকে ৭৪ হাজার ৯০০ কোটি টাকা ঋণ নিয়েছে। ব্যাংকের নথিপত্র অনুযায়ী, এ পরিমাণ অর্থ ব্যাংকটির চলতি বছরের মার্চ পর্যন্ত মোট বকেয়া ঋণের প্রায় অর্ধেক।
সাড়ে সাত বছর পর দেশে ফিরে মান্নান বলেন, 'বিদেশে থাকাকালীন বাংলাদেশের কয়েকজন সাংবাদিক আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন, কিন্তু আমি নিরাপদ বোধ করিনি বলে কথা বলিনি। আমি সবসময় ভয়ের মধ্যে থাকতাম। কখনো ভাবিনি বাংলাদেশে আবার স্বাধীনভাবে শ্বাস নিতে পারব।'