অনুমানের ভিত্তিতে মন্ত্রণালয় কিছু করতে পারে না: রাষ্ট্রপতির সেকেন্ড হোম প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের মালয়েশিয়ায় সেকেন্ড হোম প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, এর সঙ্গে সংশ্লিষ্ট কোনো কাজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের না। স্পেকুলেশনের (অনুমান) ভিত্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় কিছু করতে পারে না। এটি রাষ্ট্রপতির বিষয়, খুবই সেন্সিটিভ।
আজ সোমবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, 'যথাযথ কর্তৃপক্ষ এটি দেখবে। পররাষ্ট্র মন্ত্রণালয় জড়িত হলেও সেটা শেষ পর্যায়ে। তবে এটা নিয়ে কথা বলতে চাই না। এটার মধ্যে আইনগত দিক আছে, রাষ্ট্রপতির নিজের ব্যাপার আছে। এটা আমার কাজ না।'
সীমান্তে হত্যার বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, 'বর্ডার কিলিং অবশ্যই দুটি দেশের ভালো সম্পর্ক সৃষ্টির ক্ষেত্রে অন্তরায়। সম্পর্ক তো শুধু দুটি সরকারের বিষয় নয়, বরং দুই দেশের মানুষের। একটি দেশের মানুষ যখন সীমান্তে গুলি খায়, তখন সারাদেশের মানুষের মধ্যে একটা নেতিবাচক ধারণা তৈরি হয়, যা আমরা চাই না।'
তিনি বলেন, 'এর আগেও যখন কথিত সোনালী সময় চলছিল, তখনও সীমান্ত হত্যা হতো। এটা আলাদাভাবে দেখার সুযোগ নেই। এটা অবশ্যই অগ্রহণযোগ্য বিষয়। আমরা শক্তভাবে প্রতিবাদ জানাবো। আমরা ভালো সম্পর্ক চাই, তবে সেটি হবে সার্বভৌম সমতার ভিত্তিতে। আমরা চাই সেটা যেন একতরফাভাবে না হয়।'
রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে তৌহিদ হোসেন বলেন, 'ব্যক্তিগতভাবে আমি মনে করি এ মুহূর্তে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব না। একটা স্থিতিশীলতা আসলে তখন সম্ভব হতে পারে। তখন আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন প্রয়োজন হবে। কারণ, স্থানীয়ভাবে তাদের গ্রহণ করার মানসিকতা তৈরি করতে হবে। অন্ততপক্ষে তারা বাধ্য হয়েও যেন স্বীকার করে নিতে পারে।'