রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমান গ্রেপ্তার
রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এক বিজ্ঞপ্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বিষয়টি নিশ্চিত করেছে। তবে তাকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে, তাৎক্ষণিকভাবে সেটি স্পষ্ট করেনি ডিএমপি।
ডিএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) ওবায়দুর রহমান বলেন, 'তার (মিজানুর) বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তবে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।'
উল্লেখ্য, চলতি বছরের এপ্রিলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন মিজানুর রহমান। তিনি রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলামের ভাই।