প্রবাসীরা ঘোষণা করলেন বাংলাদেশের নারী বিশ্বকাপ দল
অভিনব উপায়ে বিশ্বকাপের দল ঘোষণায় উদাহরণযোগ্য নিউজিল্যান্ড। গত বছর ক্রিকেটারদের সন্তান, স্ত্রী, বাবা-মায়েদের দিয়ে ওয়ানডে বিশ্বকাপের দল ঘোষণা করে দেশটি। এর আগে দুজন শিশুকে দিয়ে তারা টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করে। এবার দল ঘোষণায় ভিন্নতা রাখলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৫ সদস্যের দল ঘোষণা করেছেন প্রবাসীরা।
দল ঘোষণার কথা আগের দিনই জানানো হয়, এ উপলক্ষ্যে বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রাখা হয় সংবাদ সম্মেলন। এর আগে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী বেলা সাড়ে ১২টায় সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের পেজ থেকে দল ঘোষণা করে বিসিবি। যে ভিডিওটি বড় পর্দায় দেখানো হয় সাংবাদ সম্মেলন শুরুর আগে।
ভিডিওর শুরুতেই নিজের পরিচয় দেওয়ার পাশাপাশি প্রবাসীদের দিয়ে দল ঘোষণার বিষয়ে জানান বিসিবির নারী বিভাগের প্রধান ও জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। দল ঘোষণার শুরুতেই বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও তরুণ পেসার মারুফা আক্তারের নাম বলেন কানাডায় বসবাসরত বাংলাদেশী এক প্রবাসী।
এরপর একে একে জাহানারা আলম, নাহিদা আক্তার, স্বর্ণা আকতার, মুর্শিদা খাতুন, রিতু মণিদের নাম ঘোষণা করেন বিভিন্ন দেশে থাকা বাংলাদেশি প্রবাসীরা। কানাডা, দক্ষিণ আফ্রিকা, মালয়েশিয়া, আরব আমিরাতে থাকা প্রবাসীরা নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকা ক্রিকেটারদের নাম ঘোষণা করেন, পাশাপাশি দলকে শুভ কামনা জানান। ভিডিওর শেষ অংশে নারী দলকে শুভ কামনা জানান বাংলাদেশ পুরুষ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
আগামী ৩ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ, পর্দা নামবে ২০ অক্টোবর। আসরটিতে অংশ নিতে আগামী ২৬ সেপ্টেম্বর দেশ ছাড়বেন জ্যোতি-জাহানারারা। এই বিশ্বকাপটি বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের পর আসরটি আরব আমিরাতে নিয়ে যায়। তবে নারীদের বিশ্ব আসরটির আনুষ্ঠানিক আয়োজক বাংলাদেশই থাকছে।
নারী বিশ্বকাপে দুই গ্রুপে ৫টি করে দল খেলবে। 'বি' গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপের প্রথম ম্যাচেই ৩ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। গ্রুপ পর্বের বাকি তিন ম্যাচে ৫ অক্টোবর ইংল্যান্ড, ১০ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজ ও ১২ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়বে তারা। গ্রুপ পর্বের প্রথম ৩ ম্যাচ শারজাহতে এবং শেষ ম্যাচ দুবাইয়ে খেলবে বাংলাদেশ।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, স্বর্ণা আক্তার, রিতু মণি, সোবহানা মোস্তারী, রাবেয়া খান, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, দিলারা আক্তার, তাজ নেহার, সাথি রাণী ও দিশা বিশ্বাস।