রাজউক চেয়ারম্যানের নিয়োগ বাতিল
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান মেজর জেনারেল ছিদ্দিকুর রহমান সরকারের (অব.) চুক্তির বাকি মেয়াদ বাতিল করেছে সরকার।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নিলুফা ইয়াসমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, 'অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মো. ছিদ্দিকুর রহমান সরকারের সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৮ অনুযায়ী রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর চেয়ারম্যান পদে তার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ এতদ্বারা বাতিল করা হলো।'
জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয় প্রজ্ঞাপনে।
এর আগে গত ৪ এপ্রিল দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন সংস্থাটির চেয়ারম্যান মেজর জেনারেল ছিদ্দিকুর রহমান সরকার (অব.)। ছয় মাস মেয়াদ পূর্ণ করার আগেই তার নিয়োগ বাতিল করল সরকার।