ইসরায়েলি হামলায় নিহত কে এই হিজবুল্লাহর কমান্ডার ইব্রাহিম আকিল?
হিজবুল্লাহর অপারেশন কমান্ডার ইব্রাহিম আকিলসহ সংগঠনটির উচ্চপর্যায়ের রাদওয়ান ইউনিটের জ্যেষ্ঠ সদস্যদের হত্যার দাবি করেছে ইসরায়েল।
তাহসিন নামেও পরিচিত ইব্রাহিম আকিল ১৯৮০-এর দশকের গোড়ার দিকে হিজবুল্লাহর প্রতিষ্ঠার পর থেকে গোষ্ঠীটির একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন।
হিজবুল্লাহর অধিকাংশ জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার মতো আকিলও একজন আড়ালে থাকা ব্যক্তিত্ব — প্রকাশ্যে তিনি কখনো কোনো বক্তব্য দেননি।
মার্কিন স্টেট ডিপার্টমেন্টের তথ্যমতে, তিনি গোষ্ঠীটির সবচেয়ে উচ্চপর্যায়ের সামরিক সংস্থা জিহাদি কাউন্সিলে কাজ করতেন।
গত বছর তাকে শনাক্ত বা আটকের জন্য দেওয়া তথ্যের বিনিময়ে ৭০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র।
ওয়াশিংটন ১৯৮৩ সালে বৈরুতে মার্কিন মেরিন ব্যারাকে আত্মঘাতী বোমা হামলায় জড়িত থাকার জন্য আকিলকে অভিযুক্ত করেছিল। ওই হামলায় লেবাননের গৃহযুদ্ধের সময় ২৪১ জন আমেরিকান নিহত হয়েছিলেন।
২০১৯ সালে যুক্তরাষ্ট্র তাকে 'স্পেশালি ডেজিগনেটেড গ্লোবাল টেররিস্ট' হিসেবে আখ্যায়িত করে।
লেবাননের হিজবুল্লাহ তাদের সদস্যদের পদমর্যাদা প্রকাশ না করলেও ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, আকিল হিজবুল্লাহর এলিট বাহিনী রাদওয়ান ইউনিটের প্রধান ছিলেন।
ভাবানুবাদ: তাবাসসুম সুইটি