আরব আমিরাতে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ-আফগানিস্তান
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আয়োজনে বাংলাদেশ ও আফগানিস্তান ক্রিকেট বোর্ডের মধ্যে আলোচনা চলছিল। সেই আলোচনায় অগ্রগতি এসেছে, সিরিজটি চূড়ান্ত করেছে দুই দেশের ক্রিকেট বোর্ড। আগামী নভেম্বরে সংযুক্ত আবব আমিরাতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ-আফগানিস্তান। নিরপেক্ষ ভেন্যুতে খেলা হলেও সিরিজটির আয়োজক থাকবে আফগানিস্তান।
আজ সামাজিক যোগাযোগমাধ্যমে সিরিজটির সূচি ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। সিরিজটি আয়োজন ও সূচির ব্যাপারে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীও।
তিনি জানান, আগামী নভেম্বরে ওয়েস্ট সফরে যাওয়ার পথে শারজায় আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজটি খেলবে বাংলাদেশ। ওখান থেকেই ওয়েস্ট ইন্ডিজে যাবে বাংলাদেশ দল। রোববার নিজাম উদ্দিন চৌধুরী বলেন, 'বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার পথে আফগানিস্তানের বিপক্ষে সিরিজটি খেলবে।'
এক আনুষ্ঠানিক বিবৃতিতে এসিবি বলেছে, 'তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ৬ নভেম্বর। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে ৯ এবং ১১ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। ভেন্যুর ব্যাপারে শিগগিরই বিস্তারিত জানানো হবে।' তিনটি ওয়ানডেই অনুষ্ঠিত হতে পারে শারজায়।
এই সিরিজটি অবশ্য নতুন কোনো আয়োজন নয়, আগেই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। গত জুলাই-আগস্টে ভারতের গ্রেটার নয়ডায় দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা ছিল দুই দলের। কিন্তু আবহাওয়া বিবেচনায় সমঝোতার ভিত্তিতে সফরটি স্থগিত করে দুই বোর্ড।
বাংলাদেশ–আফগানিস্তান ওয়ানডে সিরিজ
ম্যাচ | তারিখ |
প্রথম ওয়ানডে | ৬ নভেম্বর |
দ্বিতীয় ওয়ানডে | ৯ নভেম্বর |
তৃতীয় ওয়ানডে | ১১ নভেম্বর |