বাংলাদেশ ব্যাংকের সার্ভারে ত্রুটি, আন্তঃব্যাংকের চেক ক্লিয়ারিং ব্যাহত
বাংলাদেশ ব্যাংকের সার্ভারে কারিগরি ত্রুটির কারণে আন্তঃব্যাংক লেনদেনে বিঘ্ন ঘটেছে। এর ফলে সোমবার সব ধরনের ক্লিয়ারিং চেক নিষ্পত্তি ব্যাহত হয়েছে।
মঙ্গলবার (১ অক্টোবর) বিকাল ৫টা পর্যন্ত বিষয়টি সমাধান না হওয়ায় পেন্ডিং চেক ক্লিয়ারেন্স বকেয়া রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনেয়ারা শিখা এই ব্যাঘাতের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, সোমবার কেন্দ্রীয় ব্যাংকের সার্ভারে কারিগরি ত্রুটির কারণে চেক ক্লিয়ারিংয়ে সমস্যা হয়। ফলে গতকাল আসা চেকগুলো প্রসেস করা যায়নি।
শিখা বলেন, কেন্দ্রীয় ব্যাংকের কারিগরি দল বর্তমানে এই সমস্যা সমাধানে কাজ করছে। তারা আশা করছেন খুব শিগগিরই সমস্যার সমাধান হবে। তবে নির্দিষ্ট কোনো সময়সীমা জানাননি তিনি।