হিজবুত তাহরীরের মিডিয়া সমন্বয়কারী ইমতিয়াজ সেলিম গ্রেপ্তার
নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের মিডিয়া কোঅর্ডিনেটর ইমতিয়াজ সেলিম (৪২) কে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।
ডিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ সকালে (৪ অক্টোবর) বসুন্ধরা আবাসিক এলাকায় সিটিটিসি-এর অভিযান চালানোর সময় তাকে গ্রেপ্তার করা হয়।
ইমতিয়াজের বিরুদ্ধে শাহবাগ থানায় 'অ্যান্টি টেররিজম অ্যাক্ট' অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। পল্লবী এবং খিলগাঁও থানাতেও তার নামে অভিযোগ রয়েছে।
এছাড়া, তার বিরুদ্ধে আরও তিনটি মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।
ডিএমপি জানিয়েছে, তাকে আদালতে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।