শেরপুরে বন্যা: ২ ভাইয়ের মরদেহ উদ্ধার, মৃত্যু বেড়ে ৫
শেরপুরের নালিতাবাড়ীতে বন্যায় আরও দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ শনিবার (০৫ অক্টোবর) বিকেলে উপজেলার নন্নী ইউনিয়নের কুতুবাকুড়া গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। গতকাল শুক্রবার দুপুরের দিকে তারা দুজন পানির স্রোতে ভেসে গিয়েছিলেন। এ নিয়ে বন্যায় এ উপজেলায় গত দুদিনে পাঁচজনের মৃত্যু হলো।
সর্বশেষ মারা যাওয়া দুজন হলেন উপজেলার নন্নী ইউনিয়নের অভয়পুর গ্রামের মৃত বাছির উদ্দিনের ছেলে হাতেম আলী (৩০) ও আলমগীর হোসেন (১৬)। এর আগে গত শুক্রবার মারা যান তিনজন।
স্থানীয় ইউপি সদস্যের বরাত দিয়ে নালিতাবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনোয়ার হোসেন শামীম জানান, গতকাল শুক্রবার দুপুর ২টার দিকে অভয়পুর গ্রামে বন্যার পানির স্রোতে পড়ে যায় আলমগীর। এ সময় ভাইকে বাঁচাতে গেলে হাতেম আলীও স্রোতে ভেসে যান। এরপর থেকেই তারা নিখোঁজ ছিল। আজ শনিবার বিকেল ৪টার দিকে পাশের কুতুবাকুড়া গ্রামে পানিতে দুই ভাইয়ের মরদেহ ভেসে উঠে।
নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা জানান, বন্যায় গতকাল শুক্রবার তিনজন এবং আজ শনিবার দুজনের মৃত্যু হয়েছে। বন্যাদুর্গত এলাকায় উদ্ধার তৎপরতা অব্যাহত আছে। আক্রান্তদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনা হচ্ছে।