বাফুফে নির্বাচন: ৯ অক্টোবর থেকে কেনা যাবে মনোনয়নপত্র
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুরে বাফুফে ভবনে প্রধান নির্বাচন কমিশনার মেজবাহউদ্দিন তফসিল ঘোষণা করেন। ৯ অক্টোবর থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে, চলবে ১২ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে।
সভাপতি পদে মনোনয়নপত্রের মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ টাকা। সিনিয়র সহ-সভাপতি পদে ৭৫ হাজার টাকা, সহ-ভাপতি পদে ৫০ হাজার টাকা এবং সাধারণ সদস্য পদের মনোনয়নপত্রের মূল্য ২৫ হাজার টাকা। মনোনয়নপত্র জমা দেয়ার তারিখ ১৪ ও ১৫ অক্টোবর। যাচাই-বাছাই করা হবে ১৬ অক্টোবর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৯ অক্টোবর সকাল থেকে ২০ অক্টোবর দুপুর ২টা পর্যন্ত। মনোনয়নপত্রের ওপর আপত্তি জানানো যাবে ১৭ অক্টোবর।
এক্ষেত্রে আপত্তিকারীর খরচ হবে ৫০ হাজার টাকা। চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে ২০ অক্টোবর। বাফুফের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৬ অক্টোবর। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। এরপর ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে। বাফুফের কার্যনির্বাহী কমিটির মোট ২০টি। সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি (তিনটি পদ) এবং নির্বাহী সদস্য পদ ১৫টি।
টানা চার মেয়াদে বাফুফে সভাপতির পদে থাকা কাজী সালাউদ্দিন এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে জানিয়েছেন। বাফুফে প্রধানের পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন তাবিথ আউয়াল ও তরফদার রুহুল আমিন। ইতোমধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। ভোট দিতে মোট ১৩৭টি আবেদন জমা পড়ে, যাচাই-বাছাই শেষে ১৩৩টি আবেদন অনুমোদিত হয়।
১৩৩ জন কাউন্সিলর বাফুফে নির্বাচনে ভোট দিতে পারবেন। ৮টি বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন, ৫৮টি জেলা ফুটবল অ্যাসোসিয়েশন, প্রিমিয়ার লিগের ১০টি ক্লাব, বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের ৫টি ক্লাব, প্রথম বিভাগের ১৮টি ক্লাব, দ্বিতীয় ও তৃতীয় বিভাগের ৮টি করে ক্লাব, নারী লিগের ৪টি শীর্ষ দল, ৬টি বিশ্ববিদ্যালয় এবং ৫টি শিক্ষা বোর্ডের কাউন্সিলররা ভোট দেবেন। এ ছাড়া রেফারি, কোচেস অ্যাসোসিয়েশন এবং মহিলা ক্রীড়া সংস্থার একটি করে ভোট আছে।