এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামকে কারাগারে পাঠালেন আদালত
ইমন হোসেন গাজী হত্যা মামলায় এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ইমন হোসেন গাজী নিহত হওয়ার ঘটনায় এ মামলা দায়ের করা হয়।
ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আখতারুজ্জামান আজ এই আদেশ দেন। পুলিশ নজরুলকে সাত দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে রাখার আবেদন জানায়।
পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল গত ১ অক্টোবর গুলশান এলাকা থেকে নজরুল ইসলাম মজুমদারকে গ্রেপ্তার করে। পরদিন তাকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়।
ইমন হোসেন গাজী গত ৫ আগস্ট যাত্রাবাড়ীর চিটাগাং রোড এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন। তার ভাই ২৮ আগস্ট যাত্রাবাড়ী থানায় ৮৫ জনকে আসামি করে এই মামলা দায়ের করেন।