পথ হারিয়ে মধ্যাহ্নভোজে বাংলাদেশ
টস জিতে ব্যাটিং করতে নেমে যে পথে হাঁটতে চেয়েছে বাংলাদেশ, সে পথে হাঁটা হয়নি তাদের। শুরুতেই বেজে ওঠা ভাঙনের সুর থামেনি, দক্ষিণ আফ্রিকার দুই পেসারের তোপে এলোমেলো হয়ে পড়া স্বাগতিকরা মধ্যাহ্ন বিরতিতে গেল নির্ধারিত সময়ের একটু আগেই। এর আগে রীতিমতো কোণঠাসা অবস্থায় ছিল ঘরের মাঠের দলটি।
২৬.১ ওভারে ৬ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৬০ রান। বিপর্যয়ের মাঝেও নিজেকে বাঁচিয়ে রাখা মাহমুদুল হাসান জয় ১৬ রানে অপরাজিত আছেন। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে মেহেদী হাসান মিরাজ আউট হন। অভিষিক্ত জাকের আলী অনিক মাঠেও নেমেছিলেন, কিন্তু আম্পায়াররা মধ্যাহ্ন বিরতি দেন। মিরাজ আউট না হলেও আরও দুই-এক ওভার খেলা হতো।
মুশফিককে ফিরিয়ে রাবাদার ৩০০
উইয়ান মুলডারকে সামলাতেই হিমশিম খাওয়া বাংলাদেশকে আরও বিপদে ফেললেন কাগিসো রাবাদা। দক্ষিণ আফ্রিকার তারকা এই পেসার উপড়ে নিলেন মুশফিকুর রহিমের স্টাম্প। টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ হারােলো চতুর্থ উইকেট। ১৮ ওভার শেষে ৪ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৪৪ রান। মাহমুদুল হাসান জয় ১৫ ও লিটন কুমার দাস শূন্য রানে ব্যাটিং করছেন।
মুশফিককে ফিরিয়ে দারুণ এক মাইলফলকে পৌঁছেছেন রাবাদা। ডানহাতি এই পেসার আজ টেস্টে ৩০০ উইকেট পূর্ণ করলেন। ৬৫ টেস্টে ১১৭তম ইনিংসে মাইলফলকে পৌঁছালেন তিনি। প্রোটিয়াদের ষষ্ঠ বোলার ও পেসার হিসেবে এই ৩০০ উইকেট পূর্ণ করলেন রাবাদা। তার বিপক্ষে ধুঁকতে থাকা মুশফিক ২০ বলে ১১ রান করেন।
ছয় ওভারেই তিন উইকেট নেই বাংলাদেশের
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই দিশাহারা বাংলাদেশ। ৬ ওভারেই মধ্যেই ৩ উইকেট হারিয়ে বসেছে স্বাগতিকরা। ফিরে গেছেন সাদমান ইসলাম অনিক, মুমিনুল হক ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
৮ ওভার শেষে ৩ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ২৫ রান। চাপ কাটিয়ে দলকে ঠিক পথে ফেরানোর চেষ্টা করছেন ওপেনার মাহমুদুল হাসান জয় ও অভিজ্ঞ মুশফিকুর রহিম। জয় ৭ ও মুশফিক ২ রানে ব্যাটিং করছেন।
উইয়ান মুলডারকে সামলাতে পারেনি বাংলাদেশ। ৩ উইকেটই নিয়েছেন দক্ষিণ আফ্রিকার এই মিডিয়াম পেসার। অনেক বাইরের বলে ব্যাট চালিয়ে স্লিপে ধরা পড়েন সাদমান, ৪ বল খেলে রানের খাতা খুলতে পারেননি তিনি। মুমিনুলের ব্যাট চালানো দেখে মনে হয়েছে তিনি মুলডারের ডেলিভারিটি বুঝতেই পারেননি। শান্ত ফ্লিক করতে গিয়ে শর্ট মিড অফে ধরা পড়েন।