ঘূর্ণিঝড় দানা: সাতক্ষীরায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল
ঘূর্ণিঝড় 'দানা' মোকাবিলায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহম্মেদ।
আজ বুধবার (২৩ অক্টোবর) জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় একথা জানান তিনি। এদিন বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক মোস্তাক আহম্মেদ বলেন, সাতক্ষীরা আশাশুনি ও শ্যামনগর উপজেলা উপকূলঘেঁষা। সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবিলায় সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। সকলকে সজাগ ও সাইক্লোন শেল্টারগুলো প্রস্তুত রাখতে নির্দেশনা দেয়া হয়েছে। মেডিকেল টিম, স্বেচ্ছাসেবী প্রস্তুত থাকতে বলা হয়েছে। বেড়িবাঁধের ক্ষতি মোকাবিলায় পানি উন্নয়ন বোর্ডকে বলা হয়েছে।
সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-১ এর নির্বাহী প্রকৌশলী সালাউদ্দীন জানান, জেলায় উপকূলবর্তী ৬৮৩ কিলোমিটার বাঁধ রয়েছে। এরমধ্যে বিভিন্ন পয়েন্টে পাঁচ কিলোমিটার ঝুঁকিপূর্ণ রয়েছে। ঝড়ে যেকোনো ক্ষতি মেরামতে পাঁচ হাজার জিও ব্যাগ, দশটি জিওফিল্টার ও আট হাজার পলিস্টার ব্যাগ প্রস্তুত রাখা হয়েছে।