অস্ট্রেলিয়ার পাহাড়ে নিখোঁজের ৬ দিন পর সাপে কামড়ানো নারীকে পাওয়া গেল
অস্ট্রেলিয়ার স্নোই মাউন্টেইনসে ছয় দিন ধরে নিখোঁজ থাকার পর লোভিসা শোবের্গ নামে এক নারীকে উদ্ধার করা হয়েছে। বিশাল এক তল্লাশি ও উদ্ধার অভিযান শেষে রোববার (২৭ অক্টোবর) স্থানীয় সময়ে বিকালে লোভিসাকে "অসুস্থ ও আহত" অবস্থায় খুঁজে পায় জরুরি সেবা দল।
নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) পুলিশের তথ্যমতে, তাকে কিয়ান্ড্রার নুনগার ক্রিক ট্রেইল এলাকায় পাওয়া যায়। তার পা মচকে গিয়েছিল, পানিশূন্যতায় ভুগছিলেন এবং ধারণা করা হচ্ছে, তাকে সাপ কামড়েছিল। তাকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরে হাসপাতালে নেওয়া হয়, যেখানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে।
৪৮ বছর বয়সী লোভিসা শোবের্গ একজন উদ্যমী ফটোগ্রাফার এবং নিয়মিত কসিউসকো ন্যাশনাল পার্কে আসেন, যেখানে তিনি পাহাড়ি বুনো ঘোড়াদের ছবি তোলেন।
তার ভাড়ার গাড়িটি ফেরত না আসায় এবং কোনো যোগাযোগ না থাকায় গাড়ি কোম্পানি বিষয়টি পুলিশকে জানায়। পরে তার গাড়িটি খোলা ও পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।
২১ অক্টোবর এনএসডব্লিউ পুলিশ তার সন্ধানে জনসাধারণের সহায়তা চেয়ে প্রচারণা চালায় এবং প্রশস্ত এলাকাজুড়ে খোঁজ শুরু করে।
তল্লাশি অভিযানে অংশ নেয় স্নিফার কুকুর, দমকলকর্মী, পার্ক রেঞ্জার এবং ইনফ্রা-রেড প্রযুক্তিসম্পন্ন একটি হেলিকপ্টার। কসিউসকো পার্কের আশেপাশে তাপমাত্রা রাতে শূন্য ডিগ্রির কাছাকাছি নেমে যাওয়ায় তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছিল।
পুলিশের সুপারিনটেনডেন্ট টবি লিন্ডসে জানান, শোবের্গ "দিনের পর দিন" কঠিন বুশল্যান্ডে ঘুরে বেড়াচ্ছিলেন এবং উদ্ধারের পর জানিয়েছেন, চার দিন আগে তাকে একটি কপারহেড সাপ কামড়েছিল বলে তিনি মনে করছেন।
সাধারণত এ প্রজাতির সাপ লাজুক স্বভাবের হলেও, তাদের বিষ তীব্র নিউরোটক্সিন হওয়ায় চিকিৎসা না হলে প্রাণঘাতী হতে পারে।
লিন্ডসে বলেন, "তিনি সৌভাগ্যবান কারণ তিনি বেঁচে আছেন; তিনি অনেক কঠিন সময় পার করেছেন।"
লিন্ডসে আরও বলেন, বর্তমানে লোভিসার শারীরিক অবস্থা "যথেষ্ট ভাল" এবং তিনি "জীবিত থাকাতে পেরে আনন্দিত"।