আমিরের ৫০ কোটির যে সিনেমার আয় ১৭৪ কোটি রুপি, অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন শাহরুখ, সালমান
ইন্ডাস্ট্রিতে সফল বহু সিনেমায় অভিনয় করেছেন বলিউড তারকা আমির খান। ২০১২ সালে থ্রিলার সিনেমা তালাশ: দি অ্যান্সার লাইস উইদিন-এ অভিনয়ের সময় খ্যাতির শীর্ষে ছিলেন এ তারকা।
সিনেমাটির চিত্রনাট্যকার ও পরিচালক রীমা কাগতি। সহকারী চিত্রনাট্যকার জয়া আখতার। প্রযোজনা প্রতিষ্ঠান এক্সেল এন্টারটেইনমেন্টের রিতেশ সিধওয়ানি ও ফারহান আখতারে পাশাপাশি আমির খান নিজেও সিনেমাটির প্রযোজনা করেন।
এ সিনেমায় পুলিশ ইন্সপেক্টরের চরিত্রে দেখা যায় আমির খানকে। তার বিপরীতে অভিনয় করেন দুই বলিউড তারকা কারিনা কাপুর ও রানী মুখার্জী। এছাড়াও নাওয়াজউদ্দিন সিদ্দিকী, রাজকুমার রাও ও শেরনাজ প্যাটেলকেও দেখা যায় সিনেমাটিতে।
২০১২ সালের নভেম্বরে মুক্তি পাওয়া এ সিনেমা কেবল সমালোচকদের প্রশংসাই কুড়ায়নি, বরং বক্স অফিসেও ব্যাপক সাড়া জাগিয়েছিল। ৫০ কোটি রুপি বাজেটের সিনেমাটি বক্স অফিসে আয় করেছিল ১৭৪ কোটি রুপি, যা বাজেটের চেয়ে তিনগুণেরও বেশি।
এছাড়াও এটি ছিল ২০১২ সালে সবচেয়ে বেশি আয় করা অন্যতম ভারতীয় সিনেমা ও আমির খানের সবচেয়ে হিট সিনেমাগুলোর একটি।
তবে ব্যবসাসফল এ সিনেমার নাম শুরুতে অবশ্য তালাশ: দি অ্যান্সার লাইস উইদিন ছিল না। তিন দফা পরিবর্তনের পর এ নাম পায় সিনেমাটি।
প্রথমে সিনেমাটির নাম ছিল দুয়া, তার পর অ্যাক্ট অব মার্ডার। দ্বিতীয়বার পরিবর্তনের পর সিনেমাটির নাম হয় জখমি। এর পর তৃতীয় দফায় নাম পাল্টে হয় তালাশ: দি অ্যান্সার লাইস উইদিন।
শুরুতে সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয়ের জন্য শাহরুখ খান, সাইফ আলী খান ও সালমান খানের মতো বলিউড তারকাদের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তারা কেউ আগ্রহ দেখাননি। পরে আমির খান নিজেই সিনেমাটির প্রযোজনা ও এতে অভিনয়ে রাজি হন।
এরপর একে একে কারিনা কাপুর, রানি মুখার্জীসহ অন্য শিল্পীরাও সিনেমাটিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন।
সিনেমাটি শুধু ভারতেই নয়, বিদেশেও ব্যাপক হিট হয়েছিল। ২০১২ সালে এটি বিদেশের বাজারে চতুর্থ সর্বোচ্চ আয়কারী বলিউড সিনেমা ছিল তালাশ: দি অ্যান্সার লাইস উইদিন।
অনুবাদ: রেদওয়ানুল হক