অনলাইন দুনিয়ার জনপ্রিয় কাঠবিড়ালি পিনাটের ‘যন্ত্রণাহীন মৃত্যু’
অনলাইন দুনিয়ার জনপ্রিয় কাঠবিড়ালি পিনাটকে মেরে ফেলা হয়েছে। সম্প্রতি নিউইয়র্ক কর্তৃপক্ষ তাকে নিজেদের হেফাজতে নেয়। এর কয়েকদিন পরই 'যন্ত্রণাহীন মৃত্যু' (euthanise) 'উপহার' দেওয়া হলো তাকে।
ইনস্টাগ্রামে বিপুলসংখ্যক অনুসারী ছিল পিনাটের। তার ছোট ছোট মজার কীর্তিকলাপ—যেমন ওয়াফেল খাওয়া, ছোট ছোট পোশাক পরার ছবি—অনলাইন দুনিয়ায় তাকে ব্যাপক জনপ্রিয় করে তোলে।
গত বুধবার নিউইয়র্ক রাজ্যের পরিবেশ সংরক্ষণ বিভাগ (ডিইসি) অভিযোগ পেয়ে পিনাটের মালিক মার্ক লঙ্গো-র বাড়িতে অভিযান চালায়। অভিযোগ ছিল, কাঠবিড়ালিটির নিরাপদ আবাসনের ব্যবস্থা নেই।
পিনাটকে কয়েকদিন আগেই মার্ক লঙ্গো ইন্সটাগ্রামে একটি পোস্টে ডিইসি-কে অনুরোধ করেছিলেন, নিরাপদে ফিরিয়ে দেওয়ার জন্য। কাঠবিড়ালিটির মৃত্যুর পর তিনি লিখেছেন, 'ডিইসি-র জন্য নরকে একটি বিশেষ স্থান বরাদ্দ রয়েছে।'
তবে কর্তৃপক্ষ বলেছে, আটক করার সময় পিনাট একজন কর্মকর্তাকে কামড়ে দেওয়ার পর তাকে 'যন্ত্রণা না দিয়ে মেরে ফেলার' সিদ্ধান্ত নেওয়া হয়। একই অভিযানে মার্ক লঙ্গোর বাড়ি থেকে ফ্রেড নামে একটি র্যাকুনও আটক করা হয়। ওই প্রাণীটিকেও 'যন্ত্রণা না দিয়ে' মেরে ফেলা হয়েছে।
এদিকে পিনাটকে আটক করার পরই তাকে ফেরত চেয়ে একটি পিটিশন শুরু করে ভক্তরা। শুক্রবার বিকেল পর্যন্ত এ পিটিশনে ৩০ হাজারের বেশি মানুষ স্বাক্ষর করেছেন। তবে এ পিটিশনে স্বাক্ষর সংগ্রহকালেই পিনাটের মৃত্যুর খবর জানা গেল।
বৃহস্পতিবার মার্ক লঙ্গো ডিইসির বিরুদ্ধে আইনি লড়াইয়ের জন্য অর্থ সংগ্রহ শুরু করেন। তার স্থাপন করা গোফান্ডমি প্ল্যাটফর্মে প্রায় সাড়ে ১৩ হাজার ডলার অনুদান এসেছে।
পিনাটের মৃত্যুর পর জানার পর তিনি ডিইসির ফোন নম্বর অনলাইনে শেয়ার করে সমর্থকদেরকে সংস্থাটিতে ফোন করে তাদের অনুভূতি জানাতে অনুরোধ করেন।
ডিইসি এক বিবৃতিতে বলেছে, তাদের কাছে একাধিক অভিযোগ এসেছিল যে মার্ক লঙ্গোর বাড়িটি সম্ভবত বন্যপ্রাণীর জন্য নিরাপদ আশ্রয় নয়, এখান থেকে জলাতঙ্ক ছড়াতে পারে। এছাড়া অবৈধভাবে বন্যপ্রাণী পোষার অভিযোগ করা হয় তার বিরুদ্ধে। এসব অভিযোগ আসার পরওই তদন্ত শুরু করে তারা।
বছর সাতেক আগে রাস্তার পাশে মায়ের মরদেহের পাশ থেকে পিনাটকে উদ্ধার করেন মার্ক লঙ্গো। তখন প্রাণীটি ছিল একেবারে ছোট। গাড়ি দুর্ঘটনায় কাঠবিড়ালিটির মা মারা গিয়েছিল।
মার্ক লঙ্গো বলেন, তিনি পিনাটকে পুষে বড় করেন। পরে তাকে প্রকৃতিতে অবমুক্ত করতে চেষ্টা করেন। তবে কাঠবিড়ালিটি পরদিন সকালেই তার কাছে ফিরে আসে। তখন তার 'লেজের কিছু অংশ ছিল না'।
পিনাটের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে ৫ লাখেরও বেশি অনুসারী রয়েছে। অ্যাকাউন্টটিতে মার্ক লঙ্গোর সঙ্গে পিনাটের বিভিন্ন ভিডিও রয়েছে। এসব ভিডিওতে তাকে টুপি পরে মার্ক লঙ্গোর সঙ্গে খেলতে ও ওয়াফেল খেতে দেখা যায়।