দুই সিনেমার একই গল্প! তবুও যে কারণে একটি হিট আর অন্যটি ফ্লপ
সিনেমা মুক্তির পর বক্স অফিসে সাফল্যের জন্য মুখিয়ে থাকেন নির্মাতারা৷ তবে এটা আগে বলা কঠিন যে, কোন সিনেমাটি হিট হবে আর কোনটি ফ্লপ। অনেকেই বলে থাকেন যে, সিনেমার সাফল্য নির্ভর করে গল্পের ওপর। অন্যরা মনে করে, কোন অভিনেতা-অভিনেত্রী অভিনয় করছেন তার উপর হিট হওয়ার সম্ভাবনা বেশি থাকে৷
দুই ধারার বিতর্কেই পক্ষে-বিপক্ষে যুক্তি আছে। এক্ষেত্রে অবশ্য একই ধরনের গল্পের দুইটি সিনেমার কথা উল্লেখ করা যায়। যেখানে একটি সিনেমা কাল্ট ক্লাসিক হিসেবে স্বীকৃতি পেয়েছে। আর অন্যটি বক্স অফিসে মুখ থুবড়ে পরেছে।
রামায়ণের কাহিনির ওপর ভিত্তি করে বহু সিনেমা নির্মাণ করা হয়েছে। কিন্তু এরমধ্যে একটি সিনেমা, যেটি কি-না পুরো ভারতীয় প্রযোজনায় তৈরী হয়নি, সেটিই গল্পের ওপর ভিত্তি করে তুমুল হিট সিনেমা। বলছিলাম ১৯৯২ সালে নির্মিত ইন্দো-জাপানিজ অ্যানিমে 'রামায়ণ: দ্য লিজেন্ড অব প্রিন্স রামা' এর কথা।
আইডিএমের রেটিংয়ে সিনেমাটির পয়েন্ট ৯.২/১০। যা ভারতীয় সিনেমার ইতিহাসে সর্বোচ্চ।
অন্যদিকে রামায়ণের আদলে নির্মিত আরেক সিনেমা 'আদিপুরুষ' এর বাজেট ছিল ৭০০ কোটি রুপি। তবে সেটি বক্স অফিসে আশানুরূপ সাফল্য পায়নি। বরং সেটি সিনেমা সমালোচক ও দর্শকের সমালোচনার কেন্দ্রবিন্দুতে ছিল৷ যার ফলে সিনেমাটি লসের পরিমাণ দাঁড়ায় ২২০ কোটিতে।
আদিপুরুষ যে কারণে ব্যর্থ
আদিপুরুষ বক্স অফিসে ফ্লপ হওয়ার পেছনে বেশ কয়েকটি ফ্যাক্টর ছিল৷ প্রথমত, সিনেমাটিতে বেশ দুর্বল ভিএফএক্স ব্যবহার করা হয়েছিল। যেটিকে নিম্নমানের বললেও খুব একটা ভুল হবে না।
দ্বিতীয়ত, সিনেমাটি ডায়ালগও দর্শকদের মন জয় করতে পারেনি। আর সিনেমার প্লটও দর্শকদের রুচির সাথে তাল মিলিয়ে তৈরী করা হয়নি৷ ফলে প্রভাস, কৃতী স্যানন ও সাইফ আলী খানের মতো বিখ্যাত তারকা থাকার পরেও সিনেমাটি আলোর মুখ দেখেনি।
অনুবাদ: মোঃ রাফিজ খান