ইসি পুনর্গঠনে ৫ সদস্যের নামের তালিকা দিয়েছে খেলাফত মজলিস
নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতি গঠিত সার্চ কমিটির কাছে পাঁচ জনের নামের তালিকা জমা দিয়েছে খেলাফত মজলিস।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট শাখায় মন্ত্রিপরিষদ সচিবের দপ্তরে এই নামের তালিকা জমা দেওয়া হয়।
খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রচার ও তথ্য সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) নিশ্চিত করেছেন।
তিনি জানান, খেলাফত মজলিস প্রস্তাবিত তালিকায় সাবেক আমলা, সাবেক সেনা কর্মকর্তা, আলেম ও নারী সদস্যের নাম প্রস্তাব করা হয়।
খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো. আবদুল জলিল এবং প্রচার ও তথ্য সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু দলের পক্ষ থেকে এই তালিকা জমা দেন।