র্যাব বিলুপ্তি চেয়ে আইসিটিতে আবেদন পা হারানো সেই লিমনের
সন্ত্রাসী সংগঠন হিসেবে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) বিলুপ্তি চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে আবেদন করেছেন ২০১১ সালে র্যাবের গুলিতে পা হারানো ঝালকাঠির লিমন হোসেন।
একইসঙ্গে শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী, র্যাবের সাবেক কর্মকর্তা জিয়াউল আহসানসহ ৯ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন তিনি।
আজ মঙ্গলবার (১২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে এ অভিযোগ দায়ের করেন লিমন হোসেন।
পরে তিনি সাংবাদিকদের বলেন, 'র্যাবের অত্যাচারে ২০১১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত নিজ গ্রাম ছেড়ে উপজেলায় ভাড়া বাসায় থাকতে হয়েছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে ন্যায়বিচার পাইনি। তাই এখন ন্যায়বিচারের আশা নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করেছি।'
২০১১ সালের ২৩ মার্চ বিকেলে ঝালকাঠির রাজাপুর উপজেলার জমাদ্দারহাটে র্যাবের অভিযানের সময় লিমন হোসেন গুলিবিদ্ধ হন। সে সময় তার বয়স ছিল ১৬ বছর। তার উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার মাত্র ১২ দিন আগে এ ঘটনা ঘটে। সেই বছর আর পরীক্ষা দেওয়া হয়নি তার।
লিমন জানান, র্যাব সদস্যরা তাকে ধরে নিয়ে কাছ থেকে পায়ে গুলি করেন। এরপর স্থানীয় হাসপাতালে চিকিৎসা শেষে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসকরা একপর্যায়ে তার বাম পা কেটে ফেলতে বাধ্য হন।
চিকিৎসাধীন অবস্থায় পড়াশোনা করে পরের বছর পিরোজপুরের কাউখালী উপজেলার কাঁঠালিয়া পিজিএস বহুমুখী স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৪ পান তিনি। এরপর ভর্তি হন সাভারের গণবিশ্ববিদ্যালয়ে। সেখান থেকে আইন বিষয়ে পড়শোনা শেষ করেন এবং এই বিশ্বদবিদ্যালয়েই শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন।