বিদ্যুৎ নিয়ে আদানি গ্রুপের সঙ্গে করা চুক্তি বাতিল চেয়ে হাইকোর্টে রিট
বিদ্যুৎ নিয়ে ভারতের আদানি গ্রুপের সঙ্গে করা চুক্তি বাতিল চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (১২ নভেম্বর) রিটটি দায়ের করা হয়েছে বলে আজ (১৩ নভেম্বর) গণমাধ্যমকে জানিয়েছেন রিটকারী আইনজীবী ব্যারিস্টার এম কাইয়ুম।
বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চে এই রিটের ওপর শুনানি হবে বলেও জানান তিনি।
এর আগে, গত ৬ নভেম্বর বিদ্যুৎ নিয়ে ভারতের আদানি গ্রুপের সঙ্গে করা চুক্তি বাতিল করতে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়।
রিটকারী আইনজীবী বলেন, "আমরা পিডিবি (বিদ্যুৎ উন্নয়ন বোর্ড) ও আদানি গ্রুপের মধ্যকার সম্পাদিত অসম, অন্যায্য ও দেশের স্বার্থ পরিপন্থী বিদ্যুৎ ক্রয় চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করেছি। আদানি গ্রুপের সঙ্গে সম্পাদিত অসম অন্যায্য ও দেশের স্বার্থ পরিপন্থী চুক্তির শর্তসমূহ সমতা ও ন্যায্যতার ভিত্তিতে সংশোধন করতে আদানি গ্রুপ রাজি না হলে উক্ত চুক্তি বাতিল করার জন্য নির্দেশনা চেয়েছি।"