'আমাকে পোষা যাবে না': ট্রাম্পের বাড়ির আঙিনায় কেন ঘুরঘুর করছে এই রোবট কুকুর?
ইউএস সিক্রেট সার্ভিসের দলে জার্মান শেফার্ড কুকুর হয়ত অনেকেই দেখছেন। তবে এবার সিক্রেট সার্ভিস দলে নজর কেড়েছে একটি রোবট কুকুর 'স্পট'। খবর বিবিসি'র।
সম্প্রতি এই রোবটিক কুকুরকে যুক্তরাষ্ট্রের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার মার-এ-লাগো বাসভবনে নিরাপত্তা টহল দিতে দেখা গেছে। তবে এগুলো নিরস্ত্র এবং রিমোট বা স্বয়ংক্রিয় প্রোগ্রামিংয়ের মাধ্যমে নিয়ন্ত্রিত। বাসভবনের নিরাপত্তা জোরদারের অংশ হিসেবেই তাদের নিরাপত্তা দলে যুক্ত করা হয়েছে।
রোবটটি বানিয়েছে বোস্টন ডায়নামিকস নামের একটি প্রতিষ্ঠান। এর পায়ে লেখা আছে একটি সতর্কতামূলক বার্তা- 'আমাকে পোষা যাবে না'।
ম্যানলো কলেজের রাজনীতি বিশ্লেষক মেলিসা মাইকেলসন বলেন, 'আমি জানি না কেউ এই রোবট কুকুরগুলোকে পুষতে চাইবেন কিনা, কারণ তাদের দেখে খুব একটা আদরণীয় লাগে না'।
মার-এ-লাগোতে কুকুরটির টহলের ভিডিও টিকটকে ভাইরাল হয়েছে। কেউ একে 'কিউট' ও 'দারুণ' বলছেন, আবার কেউ কেউ বলেছেন 'ভয়ংকর'। আমেরিকান লেট নাইট শোগুলোতেও এটি আলোচনার বিষয় হয়ে উঠেছে। তবে সিক্রেট সার্ভিস স্পষ্ট করেছে যে, এর কাজ মোটেও মজার বিষয় নয়।
বিবিসিকে দেওয়া এক বিবৃতিতে সিক্রেট সার্ভিসের যোগাযোগ প্রধান অ্যান্থনি গুগলিয়েলমি বলেন, 'নির্বাচিত প্রেসিডেন্টের নিরাপত্তা অবশ্যই সর্বোচ্চ গুরুত্ব পাবে'।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্পের ওপর দুটি সম্ভাব্য হত্যাচেষ্টা চালানো হয়। প্রথমটি ঘটে জুলাইয়ে পেনসিলভানিয়ার বাটলারে এক জনসভায় এবং দ্বিতীয়টি সেপ্টেম্বরে মার-এ-লাগো গলফ কোর্সে।
তবে নিরাপত্তার খাতিরে সিক্রেট সার্ভিস ট্রাম্পের নিরাপত্তায় কোনো ধরনের রোবটিক কুকুর ব্যবহার করছে কিনা সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানায়নি। তবে বোস্টন ডায়নামিকস নিশ্চিত করেছে যে, তাদের 'স্পট' রোবট সিক্রেট সার্ভিস ব্যবহার করছে।
কেন এখন রোবটিক কুকুর ব্যবহার করছে সিক্রেট সার্ভিস?
সাবেক সিক্রেট সার্ভিস এজেন্ট এবং ট্যালন কোম্পানিজের সিইও রন উইলিয়ামস মনে করেন, ট্রাম্পের ওপর হত্যাচেষ্টার ঘটনার পর নিরাপত্তা প্রযুক্তি উন্নয়নের প্রয়োজনীয়তা আরও জোরালো হয়েছে।
উইলিয়ামস বলেন, যেখানে মার-এ-লাগোর মতো জায়গাগুলো অনেকটা উন্মুক্ত থাকে, সেখানে রোবটিক কুকুরের ব্যবহার অনেক আগেই শুরু হওয়া উচিত ছিল। তার মতে, এগুলো মানুষের তুলনায় অনেক বেশি এলাকায় টহল চালাতে সক্ষম এবং ভবিষ্যতে এর ব্যবহারও সাধারণ হয়ে উঠবে।
তবে শুধু সিক্রেট সার্ভিসই নয়, বিশ্বের বিভিন্ন দেশের সামরিক বাহিনী এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোও রোবটিক কুকুর ব্যবহার করছে।
পেনসিলভানিয়ার মন্টগোমারি কাউন্টির বোম্ব স্কোয়াড 'স্পট'কে ব্যবহার করে সম্ভাব্য বিস্ফোরক পরীক্ষা করছে।
২০২২ সালে রাশিয়ার আগ্রাসনে সৃষ্ট যুদ্ধে ইউক্রেন গোয়েন্দা কার্যক্রমে রোবটিক কুকুর ব্যবহার করেছে বলে জানিয়েছে কিয়েভ পোস্ট।
অন্যদিকে, নিউ ইয়র্ক পুলিশ বিভাগও গত বছর তাদের দলে রোবটিক কুকুর যুক্ত করেছে। যদিও এটি 'পুলিশি ক্ষমতার ডিস্টোপিয়ান অপব্যবহার' হিসেবে সমালোচিত হয়েছিল বলে উল্লেখ করে ওয়ার্ড।
দুরন্ত 'স্পট'
'স্পট' তার চটপটে গতির জন্য পরিচিত। এটি সিঁড়ি বেয়ে উঠতে-নামতে, সংকীর্ণ জায়গা পার হতে এবং দরজা পর্যন্ত খুলতে সক্ষম। তবে এর অন্যতম বড় গুণ হলো সম্ভাব্য হুমকি শনাক্ত করার ক্ষমতা। এ কারণেই অনেক সংস্থা এটির জন্য ৭৫ হাজার ডলার পর্যন্ত খরচ করতে রাজী।
সিক্রেট সার্ভিসের যোগাযোগ প্রধান অ্যান্থনি গুগলিয়েলমি বলেন, 'রোবটিক কুকুরগুলোতে নজরদারি প্রযুক্তি এবং উন্নত সেন্সর রয়েছে, যা আমাদের সুরক্ষা কার্যক্রমকে সহায়তা করে।'
বোস্টন ডায়নামিকসের তথ্য অনুযায়ী, স্পটের একাধিক ক্যামেরা চারপাশের থ্রি-ডি মানচিত্র তৈরি করে। এর সঙ্গে থার্মাল সেন্সিংসহ অন্যান্য ফিচারও যুক্ত করা যায়। তবে সবকিছুই মানুষের নিয়ন্ত্রণে থাকে।
'জয়স্টিক দিয়ে এটি নিয়ন্ত্রণ করা হয়,' জানান জর্জ ম্যাসন ইউনিভার্সিটির প্রকৌশল অধ্যাপক মিসি কামিংস। তিনি আরও বলেন, স্পট নির্ধারিত রুটেও স্বয়ংক্রিয়ভাবে চলতে পারে। মানুষ বা আসল কুকুরের মতো স্পট কোনো দৃশ্য, শব্দ বা গন্ধে বিভ্রান্ত হয় না।
তবে দুর্বলতা আছে। কামিংস বলেন, 'এর ক্যামেরায় অ্যাকুয়া নেট হেয়ারস্প্রে মারলেই কার্যকারিতা নষ্ট হয়ে যাবে।'
মার-এ-লাগোতে টহল দেয়া স্পট নিরস্ত্র হলেও অন্যান্য সংস্থাগুলো এর সশস্ত্র সংস্করণ তৈরি করছে। কামিংস জানান, সম্প্রতি তিনি একটি চীনা মডেলের কথা শুনেছেন, যেটিতে রাইফেল সংযুক্ত করা হয়েছে।
মানুষকে পুরোপুরি প্রতিস্থাপন করার সক্ষমতা এখনো পায়নি স্পট। 'সেলফ ড্রাইভিং গাড়ির প্রযুক্তির মতোই এটি সহায়ক,' বলেন মেলিসা মাইকেলসন।
মার-এ-লাগোতে সিক্রেট সার্ভিস এজেন্টদের সঙ্গে স্পটকেও টহল দিতে দেখা গেছে।
'প্রযুক্তি ব্যর্থ হলে হস্তক্ষেপ করার জন্য এখনো মানবীয় বিচারবুদ্ধি প্রয়োজন,' যোগ করেন মাইকেলসন।
অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন