নিজ্জর হত্যার ষড়যন্ত্র সম্পর্কে জানতেন মোদি: কানাডার গণমাধ্যমের প্রতিবেদন
শিখ নেতা হরদীপ সিং নিজ্জর হত্যা পরিকল্পনা বা ষড়যন্ত্র সম্পর্কে জানতেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কানাডার সরকারি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদপত্র দ্য গ্লোব অ্যান্ড মেইল।
গণমাধ্যমটি বলেছে, খালিস্তান আন্দোলনের এ নেতাকে কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় হত্যার ষড়যন্ত্রের কথা মোদি আগে থেকেই জানতেন। তবে আগে থেকে জানলেও হত্যা ষড়যন্ত্রের সাথে মোদি সরাসরি জড়িত এমন তথ্য কানাডীয় গোয়েন্দাদের কাছে নেই।
কানাডায় নয়াদিল্লির হস্তক্ষেপের বিষয়টি পর্যালোচনার দায়িত্বে থাকা একজন শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তা পত্রিকাটিকে এসব তথ্য জানান। তিনি উল্লেখ করেন, এর আগে নিজ্জর হত্যা মিশনের সাথে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সম্পৃক্ততা খুঁজে পান কানাডা ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা।
দ্য গ্লোব অ্যান্ড মেইল জানায়, নিজ্জর হত্যার ছক কষেছিলেন অমিত শাহ স্বয়ং। ভারতের শীর্ষ তিন কর্মকর্তা যে পরিকল্পনায় জড়িত— সেটি মোদির অজানা থাকার কথা নয় বলেই মনে করেন কানাডার গোয়েন্দারা। অন্তত মোদিকে না জানিয়ে এমন একটা সিদ্ধান্ত শাহ, জয়শঙ্কর ও দোভাল নেবেন না বলে মনে করেন তারা।
এদিকে এই অভিযোগকে 'হাস্যকর' বলে উড়িয়ে দিয়েছে ভারত। সেদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেছেন, এমন ধরনের ভিত্তিহীন মন্তব্য অবহেলার সঙ্গে খারিজ করা উচিত। এ ধরনের হাস্যকর অভিযোগ দ্বিপক্ষীয় সম্পর্কের আরও অবনতি ঘটাবে।
খালিস্তান আন্দোলনের নেতা হরদীপ সিং নিজ্জর ছিলেন কানাডার নাগরিক, তাকে হত্যার পেছনে ভারত সরাসরি যুক্ত বলে কানাডা সরকার আগেই অভিযোগ তুলেছিল।
দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পার্লামেন্টে এ অভিযোগ এনে বলেছিলেন, এমন মনে করার যথেষ্ট তথ্য তাঁদের আছে। ভারতের উচিত, তদন্তে নিযুক্ত গোয়েন্দাদের সঙ্গে সহযোগিতা করা। যদিও ভারত বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে।