বিক্ষোভের ঘটনায় আরব আমিরাতে গ্রেপ্তার আরও ৭৫ বাংলাদেশির মুক্তি
ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও নিহতের প্রতিবাদে সংযুক্ত আরব আমিরাতে মিছিল ও বিক্ষোভ করায় গ্রেপ্তার আরও ৭৫ প্রবাসী বাংলাদেশিকে ক্ষমা করে মুক্তি দিয়েছে দেশটির সরকার। এ নিয়ে মোট ১৮৮ জনকে মুক্তি দেওয়া হলো।
আজ শুক্রবার (২৯ নভেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা ম. শেফায়েত হোসেন পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, নতুন করে মুক্তি পাওয়া ৭৫ জনসহ এ পর্যন্ত মোট ১৮৮ জনকে সাধারণ ক্ষমার আওতায় মুক্তি দিয়েছে দেশটি।
উল্লেখ্য, কোটাবিরোধী আন্দোলন ও বিক্ষোভ মিছিল করার অভিযোগে তিন বাংলাদেশিকে যাবজ্জীবনসহ অর্ধশতাধিক বাংলাদেশিকে কারাদণ্ড দেন সংযুক্ত আরব আমিরাতের একটি আদালত।
গত ২২ জুলাই তিনজন বাংলাদেশি নাগরিককে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছরের কারাদণ্ড এবং একজনকে ১১ বছরের কারাদণ্ড দিয়েছেন আবুধাবির রাষ্ট্রীয় আপিল আদালত।
সংযুক্ত আরব আমিরাতের আইন অনুযায়ী, সেখানে রাজনৈতিক দল ও শ্রমিক ইউনিয়ন গঠন করা নিষিদ্ধ। আইনের মাধ্যমে দেশের জনগণের বাক স্বাধীনতাকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করে থাকে দেশটির সরকার।