জানুয়ারিতে শতভাগ বই পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা: উপদেষ্টা
প্রাথমিক স্তরের শিক্ষার্থীরা জানুয়ারি মাসে ১০০% পাঠ্যবই পাবে, তবে আগে যেমন উৎসব হতো তেমন কোনো উৎসব হবে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।
তিনি বলেন, 'আমি আশা করছি প্রাথমিকের শিক্ষার্থীরা জানুয়ারি মাসেই শতভাগ বই পাবে। তবে বিগত দিনের মতো উৎসব করে হয়ত দিতে পারব না।'
আজ রোববার (১ ডিসেম্বর) বিকালে রংপুর আরডিআরএস প্রাঙ্গণে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত 'পঞ্চম ধাপের প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি'- শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
এসময় তিনি বলেন, '২০১৩ সালে প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের আগে নিয়োগপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের গুণগত মান নিয়ে প্রশ্ন রয়েছে। তবে প্রাথমিক বিদ্যালয়ের ভৌত অবকাঠামো এবং শিক্ষকদের সাধারণ গুণগত মানের উন্নয়ন হয়েছে।'
এসময় অধ্যাপক বিধান রঞ্জন বলেন, 'প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের আগে নিয়োগ পাওয়া শিক্ষকদের মানের ক্ষেত্রে পার্থক্য রয়েছে।'
তিনি বলেন, 'আমাদের নিজস্ব ট্রেনিং প্রক্রিয়া রয়েছে। তাই একজন শিক্ষক নিজের উন্নয়নের জন্য উদ্যোগী হয়ে সেই প্রশিক্ষণ গ্রহণ করতে পারেন।'
বিধান রঞ্জন বলেন, 'প্রাথমিক শিক্ষা বিভাগের মূল টার্গেট হলো একজন পঞ্চম শ্রেণি পাস করা শিক্ষার্থী যেন মাতৃভাষায় সহজভাবে লিখতে-পড়তে পারে, মাতৃভাষায় নিজের মনের কথা ছোট করে লিখতে পারে।'
তিনি আরও বলেন, 'পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা যেন সাধারণ হিসাব যোগ, বিয়োগ, গুন ও ভাগ করতে পারে। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।'
উপদেষ্টা বলেন, 'নীলফামারী ও রংপুরের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে সেখানকার শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। স্কুলের অবকাঠামো ভালো, সুসজ্জিত, তবে উপস্থিতি শতভাগ নয়।'
তিনি বলেন, 'শিক্ষকরা আছেন, কিন্তু ছাত্রদের যা পারা উচিত ছিল সেটি তারা পারেনি। আমার কাছে এটি নতুন না। প্রতি বছর সারা দেশে যা জরিপ করা হয়, সেই জরিপের ফলাফলও এমনটাই।'
প্রাথমিক বিদ্যালয়ের সিলেবাসে তেমন কোনো পরিবর্তন আসেনি জানিয়ে তিনি বলেন, 'তবে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির বইয়ে কিছুটা পরিবর্তন এনেছি। আমাদের চতুর্থ ও পঞ্চম শ্রেণির পাঠ্যপুস্তকে বিভিন্ন গল্প আকারে, ছবি আকারে ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রতিফলন থাকবে।'
এ সময় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আব্দুল হাকিম, রংপুর বিভাগীয় উপ-পরিচালক মো. আজিজুর রহমান, সহকারী পরিচালক নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।