চীনা ভাষার জনপ্রিয় ঔপন্যাসিক চিয়ুং ইয়াও-এর আত্মহত্যা
চীনা ভাষার অন্যতম জনপ্রিয় ঔপন্যাসিক চিয়ুং ইয়াও ৮৬ বছর বয়সে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। বুধবার (৪ ডিসেম্বর) নিউ তাইপেই সিটিতে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
তাইওয়ানের স্থানীয় সংবাদ সংস্থার বরাত দিয়ে জরুরি পরিষেবাগুলো জানিয়েছে, চিয়ুং ইয়াও আত্মহত্যা করেছেন।
চীনের সিচুয়ানে ১৯৩৮ সালে জন্ম নেওয়া চিয়ুং ইয়াও এর প্রকৃত নাম চেন চে। তার পরিবার দ্বিতীয় চীন-জাপান যুদ্ধের সময় চীনের বিভিন্ন স্থানে স্থানান্তরিত হয়। ১৯৪৯ সালে চীনের মূল ভূখণ্ডে কমিউনিস্ট পার্টি ক্ষমতা দখল করার পর তার পরিবার তাইওয়ানে চলে আসে।
তিনি মাত্র ১৮ বছর বয়সে লেখালেখি শুরু করেন। তার লেখা ৬০টিরও বেশি জনপ্রিয় উপন্যাস রয়েছে। তার উপন্যাসগুলো পরবর্তীতে চলচ্চিত্র ও টিভি সিরিজে রূপান্তরিত হয়।
তিনি চিত্রনাট্যকার এবং প্রযোজক হিসেবেও খ্যাতি অর্জন করেছেন। তার অন্যতম বিখ্যাত কাজ "মাই ফেয়ার প্রিন্সেস" টিভি সিরিজ, যা অনেক তারকার ক্যারিয়ারের সূচনা করে।
চিয়ুং ইয়াও-এর ফেসবুক অ্যাকাউন্ট থেকে বুধবার একটি পোস্টে লেখা হয়, "বিদায়, আমার প্রিয়জনেরা। এই জীবনে তোমাদের সঙ্গে দেখা করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি।" তবে পোস্টটি তার মৃতদেহ আবিষ্কারের আগে না পরে প্রকাশিত হয়েছিল, তা এখনও স্পষ্ট নয়।
তিনি তরুণ প্রজন্মের প্রতি জীবনকে সহজে ছেড়ে না দেওয়ার পরামর্শ দেন এবং বলেন, "৮৬ বা ৮৭ বছর বয়সে পৌঁছানোর পরেই মৃত্যুকে সামনে আনা উচিত।"
চিয়ুং ইয়াও-এর মৃত্যু সাহিত্যপ্রেমী ও চলচ্চিত্র অনুরাগীদের হৃদয়ে গভীর শোকের জন্ম দিয়েছে।