তথ্যমন্ত্রী হাছান মাহমুদ করোনা আক্রান্ত
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এ তথ্য নিশ্চিত করে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মীর আকরাম উদ্দিন বলেন, 'ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মন্ত্রী চিকিৎসাধীন রয়েছেন।'
'দ্রুত আরোগ্যের জন্য সবার কাছে প্রার্থনা কামনা করেছেন তিনি,' জানিয়ে মীর আকরাম বলেন, মন্ত্রীর শারীরিক অবস্থা ভালো।
এর আগে, ১৩ অক্টোবর পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের কোভিড-১৯ টেস্টের রেজাল্ট পজিটিভ আসে। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রয়েছেন তিনি।
তারও আগে, গত জুনে দেশের প্রথম কোনো মন্ত্রী হিসেবে পাবর্ত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং করোনাভাইরাসে আক্রান্ত হন। এরপর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এবং নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীও আক্রান্ত হন ভাইরাসটিতে।
এদিকে, শুক্রবার পর্যন্ত বাংলাদেশে মোট ৩ লাখ ৮৬ হাজার ৮৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরমধ্যে প্রাণ হারিয়েছেন ৫ হাজার ৬২৩ জন।