বাবার সঙ্গে ঘুরতে গিয়ে ৭ কোটি বছর আগের ডাইনোসরের জীবাশ্ম পেল ১২ বছরের বালক
প্যালেনটোলজিস্ট বা মস্তিষ্ক বিশেষজ্ঞ হওয়ার স্বপ্ন ছোটবেলা থেকেই ছিল নাথান হ্রাসকিনের। মাত্র ১২ বছর বয়সেই সে অতি গুরুত্বপূর্ণ এক আবিষ্কার করে ফেলল!
কানাডার ব্যাডল্যান্ডস অব অ্যালবার্টার হর্সস্যু ক্যানিয়নের এক সংরক্ষিত অঞ্চলে এই গ্রীষ্মে বাবার সঙ্গে ঘুরতে গিয়ে আংশিকভাবে মাটিচাপা পড়ে থাকা এক ডাইনোসরের ফসিলস বা জীবাশ্ম খুঁজে পায় সে।
'সত্যিকারের ডাইনোসর আবিষ্কার করাটা আসলেই এক দারুণ ব্যাপার,' সিএনএনকে সে বলে। 'এ যেন স্বপ্নের মতো।'
ক্যালগ্যারিতে সপ্তম গ্রেডে পড়াশোনা করে নাথান। ওই সংরক্ষিত এলাকা তার বাড়ি থেকে মাত্র দেড় ঘণ্টার পথ।
জীবাশ্মটি এক অল্পবয়সী হাডরোসরের বাহুর উর্ধ্বাংশের একটি হাড়। কানাডার ন্যাচার কনজারভেন্সির তথ্যমতে, প্রায় ৬ কোটি ৯০ লক্ষ বছর আগে পৃথিবীতে হাঁসের মতো দেখতে এ প্রজাতির ডাইনোসরের বিচরণ ছিল।
নাথান ও তার বাবা ডিয়ন যে অঞ্চলে হাড়ের ওই ভগ্নাংশটি খুঁজে পেয়েছেন, তাতে ধারণা করা হয়, আরও উঁচু কোনো পাহাড়ের ওপর থেকে থেকে পড়ে গিয়ে সেটি কালের পরিক্রমায় ওখানে এসেছে।
সেদিন ওই বাবা-পুত্র মধ্যাহ্নভোজ শেষ করতেই নাথান এক পাহাড়ে চড়ে, চারপাশে একটু নজর বোলানোর জন্য।
"সে নেমে এসে আমাকে বলে, 'বাবা, তুমি আমার সঙ্গে চলো।' ওর গলার স্বর এমন ছিল, যেন বিশেষ কিছু খুঁজে পেয়েছে," বলেন ডিয়ন হ্রাসকিন।
এরপর তারা ওই হাড়ের ছবি তুলে রয়েল টাইরেল মিউজিয়াম অব প্যালেনটোলজিতে পাঠান। সেখানকার প্যালেনটোলজিস্টরা একটি টিম পাঠিয়ে ওই জীবাশ্মের পরিচয়ের ব্যাপারে নিশ্চিত হন।
- সূত্র: বিবিসি