তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্ত করে সংবিধানের মূল কাঠামো ধ্বংস করা হয়েছিল: হাইকোর্ট
নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপ করে সংবিধানের মূল কাঠামো ধ্বংস করা হয়েছিল বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।
আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপ করে আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, ২০১১ সালে নির্বাচনকালীন নন-পার্টিজান কেয়ারটেকার সরকারব্যবস্থা বাতিল করে প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বে আপিল বিভাগ যে রায় দিয়েছেলেন, সংক্ষিপ্ত রায়ে দুই টার্ম (দুই মেয়াদ) এই সরকার ব্যবস্থা রাখার জন্য বলা হয়েছিল। কিন্তু পূর্ণাঙ্গ রায়ে সেটি ছিল না এবং পরবর্তীতে জাতীয় সংসদে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এই সরকার ব্যবস্থা বাতিল করা হয়।
আদালত বলেন, ওই সংশোধনীর মাধ্যমে সংবিধানের মূল কাঠামোকে ধ্বংস করা হয়েছিল। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংবিধানের মূল কাঠোমের একটি অংশ। যেহেতু নির্বাচন, গণতন্ত্র- এগুলো সংবিধানের মূল কাঠামো; যেহেতু এই সরকার ব্যবস্থা গণতন্ত্র এবং নির্বাচনকে সুসংহত করে, সেহেতু কেয়াটেকার সরকার ব্যবস্থাও সংবিধানের মূল কাঠামো।
আজ সকালে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপ করে আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনীর সংশ্লিষ্ট অনুচ্ছেদসহ বেশ কয়েকটি অনুচ্ছেদ বেআইনি ও অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট।
এর ফলে আবারও ফিরেছে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা।
বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
তত্ত্বাবধায়ক সরকার বাতিলসহ বেশকিছু বিষয়ে সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ হবে না, এই মর্মে জারি করা রুলে এ রায় ঘোষণা করেন আদালত।