ভারত সফরে বাণিজ্য ও সীমান্ত নিয়ে আলোচনা করবেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফরে ভারত ও বাংলাদেশের সাধারণ নদীগুলোর সীমানা নির্ধারণ এবং পানি বণ্টনের মতো বিষয়গুলো গুরুত্ব পাবে। তিনি অক্টোবরের ৩-৪ তারিখে বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দেবেন। এরপর তিনি ৫ অক্টোবর নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন। খবর হিন্দুস্তান টাইমসের।
আসামের জাতীয় নাগরিক তালিকা (এনআরসি) থেকে বাদ-পড়াদের নিয়ে ঢাকার উদ্বেগ এ সফরে অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠতে পারে। এছাড়া মিয়ানমার থেকে পালিয়ে আসা লাখো রোহিঙ্গা শরণার্থীকে দেশটিতে ফেরাতে ভারতের সমর্থন চাইতে পারে বাংলাদেশ।
দ্বিপক্ষীয় বৈঠকে সীমান্তে হত্যার বিষয়টিও আলোচিত হতে পারে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। এছাড়া ভারতে বিদ্যুৎ রপ্তানি গুরুত্ব পাবে তাদের আলোচনায়।
বর্তমান মেয়াদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির মধ্যে এটাই প্রথম বৈঠক হতে যাচ্ছে। ২০১৮ সালের ডিসেম্বরের জাতীয় নির্বাচনে বিপুল ব্যবধানের জয় নিয়ে টানা তৃতীয়বারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন শেখ হাসিনা। আর এ বছরের জুনে নিজের দ্বিতীয় মেয়াদ শুরু করেছেন নরেন্দ্র মোদি।