ফ্রান্সে হুহু করে বাড়ছে করোনা সংক্রমণ
মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে এসে ইউরোপের দেশ ফ্রান্সে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ।
এর আগে মার্চ-এপ্রিলে ইউরোপে যখনো করোনার প্রথম ঢেউ চলছিলো, তার চেয়েও অন্তত ১০ গুণ হারে সংক্রমণ ছড়াচ্ছে দেশটিতে।
বিশ্বজুড়ে করোনাভাইরাসের পরিসংখ্যান নিয়ে কাজ করা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, ২৫ অক্টোবর একদিনে ফ্রান্সে ৫২ হাজার ১০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এর আগে করোনার প্রথম ঢেউয়ে গত ৩১ মার্চ ফ্রান্সে সর্বোচ্চ ৭ হাজার ৫৭৮ জন সংক্রমিত হয়েছিল।
গত ২২ অক্টোবর থেকেই ফ্রান্সের করোনা সংক্রমেণ গ্রাফ উর্ধ্বমুখী হতে থাকে। ওইদিন সারাদেশে ৪১ হাজার ৬২২ জনের দেহে সংক্রমণ ধরা পড়ে। গত চার দিনে ফ্রান্সে ১ লাখ ৮১ হাজার ৮৬ জন নতুন করে করোনায় আক্রান্ত হন।
করোনার সংক্রমণ শুরুর পর থেকে ফ্রান্সে এ পর্যন্ত ১১ লাখ ৩৮ হাজার ৫০৭ জন আক্রান্ত হয়েছেন যার মধ্যে সুস্থ হয়েছেন মাত্র ১ লাখ ১০ হাজার ৩২২ জন।
ভাইরাসটির দ্বারা আক্রান্ত হয়ে ৩৪ হাজার ৭৬১ জনের প্রাণ গেছে ফ্রান্সে। এখনো ৯ লাখ ৯৩ হাজার ৪২৪ জন আক্রান্ত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন। আক্রান্তদের অধিকাংশেরই শরীরে মৃদু লক্ষণ রয়েছে।
গতবছরের শেষদিকে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাসে মাত্র ১০ মাসেই আক্রান্ত হয়েছে বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চল। শতাব্দীর সবচেয়ে শক্তিশালী এই মহামারিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে বিশ্বের চার কোটিরও বেশি মানুষ।
ওয়ার্ল্ডোমিটারের সোমবারের হালনাগাদ করা তথ্য অনুযায়ী, এ পর্যন্ত সারা বিশ্বে কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন ৪ কোটি ৩৩ লাখ ৪৫ হাজার ৯৪৪ জন যার মধ্যে মারা গেছেন ১১ লাখ ৫৯ হাজার ৯৩ জন।
বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ কোটি ১৯ লাখ ৪ হাজার ৮৯১ জন। বর্তমানে চিকিৎসাধীন ১ কোটি ২ লাখ ৮১ হাজার ৯৬০ জন।