ফ্যাক্টচেকার বাদ দেবে মেটা, রাজনৈতিক বিষয় বাড়ানোর সুপারিশ
তথ্য যাচাইয়ে ফ্যাক্ট-চেকিং ব্যবস্থা থেকে সরে আসছে মেটা। সেইসঙ্গে এখন থেকে প্রতিষ্ঠানটি ফেসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডসে ব্যবহারকারীদের আরো বেশি পরিমাণে পলিটিক্যাল কনটেন্ট (রাজনৈতিক আধেয়) শেয়ার করার বিষয়ে পরামর্শ দেবে।
মেটা জানিয়েছে, ফ্যাক্ট-চেকিং ব্যবস্থার পরিবর্তে যুক্তরাষ্ট্রে আগামী কয়েক মাসের মধ্যে এক্সের (সাবেক টুইটার) আদলে 'কমিউনিটি নোটস' চালু করা হবে। এতে লিঙ্গ ও অভিবাসন সংক্রান্ত কিছু বিধি-নিষেধ তুলে নেওয়া হতে পারে। এতে ব্যবহারকারীরা আরও বেশি পরিমাণে তাদের বিশ্বাস ও অভিজ্ঞতা শেয়ার করতে পারবে।
মেটা আরও উল্লেখ করেছে, তাদের কনটেন্ট ব্যবস্থাপনার প্রচেষ্টা এতটাই বৃদ্ধি পেয়েছে যে এতে ব্যবহারকারীরা হতাশ হচ্ছেন এবং এটি প্রায়ই মত প্রকাশের স্বাধীনতায় বাধা সৃষ্টি করছে।
এক ভিডিও বার্তায় মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বলেন, মেটার ফ্যাক্টচেকাররা রাজনৈতিকভাবে অনেক বেশি পরিমাণে পক্ষপাতদুষ্ট। মেটার প্রতি ব্যবহারকারীদের যে আস্থা তৈরি হওয়ার কথা ছিল, পক্ষপাতের কারণে সেই আস্থা আরও নষ্ট হয়েছে।
অর্থাৎ, ব্যবহারকারীরা ভাবছেন যে ফ্যাক্ট-চেকিং প্রক্রিয়া অসামঞ্জস্যপূর্ণ বা একপাক্ষিক।
জাকারবার্গ বলেন, গত নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বাক্ স্বাধীনতাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। ফলে একটি সাংস্কৃতিক পরিবর্তন এসেছে। তাই তিনি স্বাধীনভাবে মত প্রকাশের বিষয়ে আরও বেশি করে মনোযোগ দিচ্ছেন।
কমিউনিটি নোটস-এ ব্যবহারকারীরা ফেসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডসের পোস্টে ভুল তথ্য বা ভুল বোঝার সম্ভাবনা থাকলে তা চিহ্নিত করতে পারবেন। তাই স্বাধীন ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান এবং বিশেষজ্ঞদের ওপর নির্ভরশীল হওয়ার প্রয়োজনীয়তা আর থাকবে না।