‘সংক্ষুব্ধ ছাত্র জনতার’ মিছিলে পুলিশের জল কামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
'সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা'র ওপর হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ করতে জল কামান ও সাউন্ড গ্রেনেড ছুড়েছে পুলিশ।
আজ বৃহস্পতিবার 'সংক্ষুব্ধ ছাত্র জনতা'-এর ব্যানারে ছাত্র ও সমর্থকরা আজ দুপুরে রাজু ভাস্কর্যে জড়ো হন। সেখানে তারা শিক্ষার্থীদের ওপর হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন।
শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান বলেন, বাম সংগঠনের নেতাকর্মীরা শিক্ষাভবনে আসলে পুলিশ ব্যারিকেড দেয়। তবে তারা পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয়ের দিকে এগিয়ে যায়। এসময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে জল কামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পুলিশ জল কামান ব্যবহার করে এবং সাউন্ড গ্রেনেড ছুড়ে ছাত্রদের ছত্রভঙ্গ করে দেয়।
পাহাড়ি জনগোষ্ঠীর শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু স্মৃতি ভাস্কর্যে 'সংক্ষুব্ধ ছাত্র-জনতা' ব্যানারে অন্যান্য বিক্ষোভকারীদের সঙ্গে শিক্ষার্থীরা জড়ো হয়।
গতকাল পাঠ্যপুস্তকে 'আদিবাসী' শব্দসংবলিত গ্রাফিতি রাখা ও না রাখাকে কেন্দ্র করে দুই পক্ষের বিক্ষোভ কর্মসূচি চলাকালে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ তাতে বাধা দেয়।
উল্লেখ্য, নবম ও দশম শ্রেণির 'বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি' বইয়ের পেছনের প্রচ্ছদে 'আদিবাসী' শব্দ থাকা একটি গ্রাফিতি যুক্ত করা হয়েছিল। স্টুডেন্ট ফর সভারেন্টি সংগঠন এর প্রতিবাদ জানিয়ে গ্রাফিতিটি বাতিলের দাবি জানায়। তাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার বিষয়টি আমলে নিয়ে গ্রাফিতিটি সরিয়ে নতুন একটি নকশা সংযোজন করে পাঠ্যবইয়ের পিডিএফ সংস্করণ প্রকাশ করে।