অন্তর্ভুক্তিমূলক ‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে সব দল ঐক্যমত্যে পৌঁছেছে: আসিফ নজরুল
গণঅভ্যুত্থানে সব দলের অবদানকে স্বীকৃতি দিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক 'জুলাই ঘোষণাপত্রের' বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে পৌঁছেছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
আজ বৃহস্পতিবার জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার সর্বদলীয় বৈঠকের পরে এসব কথা জানান আইন উপদেষ্টা।
আসিফ নজরুল বলেন, 'সবার অবদানকে স্বীকৃতি দিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক জুলাই ঘোষণাপত্র প্রস্তুত করা হবে। এতে সময় আরেকটু বেশি লাগবে, তবে অহেতুক কালক্ষেপণ যেন নাহয়— সেজন্য আমাদের সতর্ক থাকতে হবে।'
তিনি আরও জানান, ঐক্যমত্যের ভিত্তিতেই জুলাই ঘোষণাপত্র তৈরির একটি কর্মপরিকল্পনা করা হবে।
বার্তাসংস্থা ইউএনবি জানায়, আজ বৃহস্পতিবার বিকেল ৪টা ২০ মিনিটের দিকে বৈঠক শুরু হয়। বিকেল ৪টা ১৭মিনিটের দিকে বৈঠকস্থলে আসেন প্রধান উপদেষ্টা।
বৈঠকে যোগ দেওয়া রাজনৈতিক নেতাদের মধ্যে ছিলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্ব চার সদস্যের একটি প্রতিনিধি দল, ইসলামি আন্দোলনের যুগ্ম-মহাসচিব গাজী আতাউর রহমানের নেতৃত্বের দুই সদস্যের প্রতিনিধি দল, জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দীন পাটোয়ারী ও সদস্য সচিব আখতার হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল ও মূখ্য সংগঠক আবদুল হান্নান মাসুদ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক হাসনাত কাইয়ুম, জেএসডি'র সাধারণ সম্পাদক শহীদ উদ্দীন মাহমুদ স্বপন, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদেরর নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল, গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, বাসদের মার্কবাদী সমন্বয়ক মাসুদ রানা, গণফ্রন্টের কামরুজ্জামান প্রমুখ।
আমার বাংলাদেশ (এবি) পার্টি এবং জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের নেতারাও বৈঠকে অংশ নেন।
জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র সর্বসম্মতভাবে প্রস্তুত করতে অনুষ্ঠিত এ বৈঠকে অংশ নেয়নি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), ১২ দলীয় জোট এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।