ঠান্ডায় ৪০ বছরের মধ্যে এই প্রথম কংগ্রেস ভবনের ভেতরে ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান
সোমবার (২০ জানুয়ারি) দ্বিতীয়বারের মতো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। তবে তার শপথ গ্রহণ অনুষ্ঠান এবার বাইরে খোলা জায়গায় নয়, আয়োজন হবে ক্যাপিটল ভবনের ভেতরে। প্রায় ৪০ বছরের মধ্যে এই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠান ইনডোরে অনুষ্ঠিত হবে।
শুক্রবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম 'ট্রুথ সোশ্যাল'-এ ট্রাম্প বলেন, 'দেশজুড়ে শৈত্যপ্রবাহ চলছে। আমি চাই না কেউ কোনোভাবে আহত হোক বা ক্ষতিগ্রস্ত হোক। তাই, আমি সিদ্ধান্ত নিয়েছি যে শপথ গ্রহণ বক্তৃতাসহ অন্যান্য কার্যক্রম ক্যাপিটল রোটুন্ডায় অনুষ্ঠিত হবে।'
১৯৮৫ সালে প্রাক্তন রিপাবলিকান প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের দ্বিতীয় মেয়াদের শপথ অনুষ্ঠানের সময় মারাত্মক ঠান্ডার কারণে অনুষ্ঠান ইনডোরে স্থানান্তর করা হয়েছিল। সেবার তাপমাত্রা ছিল মাইনাস ১০ থেকে মাইনাস ২০ ডিগ্রি ফারেনহাইট।
এবারও ওয়াশিংটনে সোমবার শপথ গ্রহণের সময় তাপমাত্রা প্রায় ১৯ ডিগ্রি ফারেনহাইট (মাইনাস ৭ ডিগ্রি সেলসিয়াস) হবে বলে পূর্বাভাস রয়েছে। তবে শৈত্যপ্রবাহের কারণে আরও বেশি ঠাণ্ডা অনুভূত হবে।
ট্রাম্প জানিয়েছেন, তার সমর্থকরা ক্যাপিটল ওয়ান এরেনায় বসে বড় পর্দায় অনুষ্ঠানটি দেখতে পারবেন। ২০ হাজার আসনের এই স্টেডিয়ামে অনুষ্ঠানের আয়োজন করা হবে।
পেনসিলভানিয়া অ্যাভিনিউ থেকে হোয়াইট হাউস পর্যন্ত যে কুচকাওয়াজ হওয়ার কথা ছিল, সেটিও ক্যাপিটল ওয়ান এরেনায় স্থানান্তরিত হবে। তবে একটি ইনডোর স্টেডিয়ামের মধ্যে কুচকাওয়াজ কীভাবে আয়োজন করা হবে, তা এখনো পরিষ্কার নয়।
শপথ গ্রহণ ক্যাপিটল ভবনের ভেতরে স্থানান্তরের কারণে এইবার ট্রাম্পের জনসমাগমের আকার নিয়ে কোনো বিতর্ক হওয়ার সুযোগ থাকছে না। ২০১৭ সালে প্রথম শপথ অনুষ্ঠানে জাতীয় মলে জনসমাগমের সংখ্যা নিয়ে বিতর্কে ট্রাম্প ক্ষুব্ধ হয়েছিলেন।
ইনডোর আয়োজনে দর্শক সংখ্যা সীমিত থাকবে। ক্যাপিটল প্রাঙ্গণে ২ লাখ ২০ হাজার টিকিটধারী দর্শকের জন্য যে আয়োজন করা হয়েছিল, তার বড় একটি অংশ এবার আর অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না।
এছাড়া, প্রায় আড়াই লাখ টিকিটবিহীন দর্শক জাতীয় মলে অনুষ্ঠানটি দেখার জন্য অনুমতি পেয়েছিলেন। কিন্তু ক্যাপিটল ওয়ান এরেনায় এতো লোক ধারণ সম্ভব নয়।
লরেল, মিসিসিপি থেকে শপথ অনুষ্ঠানে আসার পরিকল্পনা করেছিলেন ট্যামি ম্যাটে এবং তার পরিবার। তবে ইনডোর আয়োজনের খবর পেয়ে তারা প্রায় ১ হাজার মাইলের যাত্রা বাতিল করেছেন। ম্যাটে বলেন, 'অনুষ্ঠান সরাসরি না দেখে এতো পথ আসাটা আর যুক্তিযুক্ত মনে করছি না।'
মার্কিন ইতিহাসে শপথ অনুষ্ঠানে ঠান্ডা আবহাওয়া নতুন কিছু নয়। ১৮৪১ সালে প্রেসিডেন্ট উইলিয়াম হেনরি হ্যারিসনের দীর্ঘ বক্তৃতা ঠান্ডায় তাকে অসুস্থ করে তোলে, যার ফলে এক মাস পর তিনি মারা যান।
১৮৭৩ সালে প্রেসিডেন্ট ইউলিসিস এস গ্রান্টের শপথ অনুষ্ঠানের সময় শীতের প্রকোপে অনেক ক্যাডেট অজ্ঞান হয়ে পড়েছিলেন। ওয়াশিংটনের সর্বনিম্ন মার্চের তাপমাত্রা ৪ ডিগ্রি ফারেনহাইট (মাইনাস ১৫ ডিগ্রি সেলসিয়াস) সেই দিনেই রেকর্ড হয়।