ওরা নির্বাচন চুরির চেষ্টা করছে: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল গণনা ঘিরে টানটান উত্তেজনা বিরাজ করছে। হোটাইট হাউজের মসনদে কে বসছেন তা নিয়ে নজর রাখছে পুরো বিশ্ব।
রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ভোট গণনা শুরু হওয়ার পর এক টুইটার বার্তায় বলেন, "আমরাই এগিয়ে আছি, তবে তারা নির্বাচন চুরির চেষ্টা করছে। আমরা কখনোই তা হতে দিব না। নির্বাচন শেষ হওয়ার পর আর ভোট দেয়া যাবেনা।"
তবে বিতর্কিত এবং নির্বাচন নিয়ে বিভ্রান্তির সৃষ্টি করতে পারে বলে এই টুইটারবার্তা সম্পর্কে সতর্ক করেছে টুইটার।
যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যম ন্যাশনাল পাবলিক রেডিও'র (এনপিআর) বুথ ফেরত জরিপের ফলাফল অনুযায়ী, মোট ৫৪০টি ইলেক্ট্রোরাল ভোটের মধ্যে এখন পর্যন্ত বাইডেনের ঝুড়িতে পড়েছে ২২৩টি ভোট। বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প জিতেছেন ২১২টি ভোট। আর ১০১ একটি ইলেক্টোরাল ভোটের ফলাফল ঘোষণা বাকী রয়েছে। মাত্র একঘন্টা আগের ফলাফলেও বাইডেন ট্রাম্পের চেয়ে ১০০'র ও বেশি ভোটে এগিয়ে ছিলেন।