বৈদেশিক ঋণনির্ভরতা কমাতে রাজস্ব বাড়ানোর বিকল্প নেই: ওয়াহিদউদ্দিন মাহমুদ
অবকাঠামোভিত্তিক উন্নয়নের জন্য কঠিন শর্তযুক্ত বিদেশি ঋণের ওপর অতিরিক্ত নির্ভরতা দেশের ঋণের বোঝা বাড়াচ্ছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।
তিনি বলেন, এ ধরনের অর্থায়ন দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয়।
রোববার (২ ফেব্রুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
'এ বছর থেকে বিষয়টি আরও স্পষ্ট হচ্ছে, যদিও বিগত বছরগুলোতে এ নিয়ে আলোচনা হয়েছে। বৈদেশিক ঋণের সুদ ও আসল পরিশোধের চাপ ক্রমশ বাড়ছে। বিশেষ করে আগের সরকারের নেওয়া মেগা প্রকল্পগুলোর কারণে আগামী বছরগুলোতে এই চাপ আরও বৃদ্ধি পাবে।'
এ সংকট মোকাবিলায় রাজস্ব আয় বাড়ানোর বিকল্প নেই বলে মত দেন তিনি।
উপদেষ্টা আরও বলেন, দেশের রাজস্ব আদায় জিডিপির তুলনায় অত্যন্ত কম, যা বাড়ানো না গেলে বাজেট ব্যবস্থাপনা ও সামগ্রিক অর্থনীতি পরিচালনা কঠিন হয়ে পড়বে।
'সরকারের বাজেট ব্যবস্থাপনার কৌশল বদলাতে হবে। শুধু অবকাঠামো উন্নয়নের ওপর গুরুত্ব না দিয়ে মানবসম্পদ উন্নয়নেও বিনিয়োগ বাড়ানো জরুরি। সরকার চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে এ বিষয়টিকে অগ্রাধিকার দেবে,' বলেন ওয়াহিদউদ্দিন মাহমুদ।