মার্কিন নির্বাচন: ৫ ব্যাটলগ্রাউন্ডে কোথায় কী অবস্থা
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনা চলছে এখনও। নির্বাচনের পর তৃতীয় দিনেও ভোট গণনা চলছে অনেক রাজ্যে। ব্যাটলগ্রাউন্ড রাজ্যগুলোয় হাড্ডাহাড্ডি লড়াই চলছে।
২৬৪টি ইলেক্টোরাল ভোট পেয়ে অনেকটা এগিয়ে আছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। জয়ী হতে আর মাত্র ৬টি ভোট দরকার তার। এদিকে ট্রাম্পের ঝুলিতে আছে ২১৪টি ভোট।
পেনসিলভানিয়া, জর্জিয়া, অ্যারিজোনা, নর্থ ক্যারোলিনা ও নেভাডার ওপরেই নির্ধারণ করছে নির্বাচনের চূড়ান্ত ফলাফল।
৫টি ব্যাটলগ্রাউন্ড স্টেটের বর্তমান অবস্থা:
জর্জিয়া
জর্জিয়ায় ভোটের ব্যবধান ঘুচিয়ে ট্রাম্পকে ছাড়িয়ে গেছেন জো বাইডেন। অঙ্গরাজ্যটিতে বাইডেনের ভোট এই মুহুর্তে ২৪ লাখ ৪৯ হাজার ৩৭১ টি এবং ট্রাম্পের ভোট ২৪ লাখ ৪৮ হাজার ৪৫৪টি। অর্থাৎ ৯১৭ ভোট এগিয়ে গেছেন বাইডেন।
১৬ ইলেক্টোরাল ভোটেই এই রাজ্যে বাইডেন জিতলে তিনিই হতে যাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট। জর্জিয়ায় ট্রাম্প বিশাল ব্যবধানে এগিয়ে থাকলেও ডাক যোগে আসা ভোট গণনা শুরুর পর-ই ব্যবধান কমতে থাকে।
নেভাডা
নেভাডায় স্বল্প ব্যবধানে এগিয়ে আছেন বাইডেন। বাইডেন পেয়েছেন ৬ লাখ ৪ হাজার ৩৫১ ভোট, ট্রাম্প পেয়েছেন ৫ লাখ ৯২ হাজার ৮১৩ ভোট। রাজ্যটিতে এখনো ১৬ শতাংশ ভোট গণনা বাকি আছে।
নর্থ ক্যারোলাইনা
১ দশমিক ৪ শতাংশ ভোট বেশি পেয়ে এগিয়ে আছেন ট্রাম্প। ট্রাম্প পেয়েছেন ২৭ লাখ ৩২ হাজার ৮৪ ভোট, বাইডেন পেয়েছেন ২৬ লাখ ৫৫ হাজার ৩৮৩ ভোট। ভোট গণনা বাকি আছে ৬ শতাংশ।
পেনসিলভানিয়া
পেনসিলভানিয়ায় দশমিক ৩ শতাংশ বেশি ভোটে এগিয়ে আছেন ট্রাম্প। ট্রাম্প পেয়েছেন ৩২ লাখ ৮৫ হাজার ৯৬৫ ভোট, বাইডেন পেয়েছেন ৩২ লাখ ৬৭ হাজার ৯২৩ ভোট। পেনসিলভানিয়ায় প্রায় ২ লাখ ভোট গণনা বাকি আছে এখনো।
অ্যারিজোনা
অ্যারিজোনায় ৫০ দশমিক ১ শতাংশ ভোট পেয়ে এগিয়ে আছেন বাইডেন। তিনি পেয়েছেন ১৫ লাখ ২৮ হাজার ৩১৯ ভোট। ট্রাম্প পেয়েছেন ১৪ লাখ ৮২ হাজার ৬২ ভোট। রাজ্যটিতে এখনো ১০ শতাংশ ভোট গণনা বাকি আছে।
সূত্রঃ এনপিআর