ফেসবুকে বিজ্ঞাপন: বাংলাদেশি বিজ্ঞাপনদাতাদেরই ট্যাক্স দিতে হবে
ফেসবুকে বিজ্ঞাপন থেকে কোনো ট্যাক্স পায় না সরকার। ট্যাক্স আদায়ের লক্ষ্যে সোমবার ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেছিল বাংলাদেশ টেলিকম রেগুলেটরি কমিশন (বিটিআরসি)।
বিটিআরসির কার্যালয়ে এ বৈঠকে বাংলাদেশের পক্ষে অংশ নেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার ও বিটিআরসির চেয়ারম্যান জহুরুল হক এবং ফেসবুকের পক্ষে অংশ নেন সিঙ্গাপুরের একটি দল।
তবে বৈঠকে নিজেদের বিজ্ঞাপনের আয় থেকে বাংলাদেশ সরকারকে ট্যাক্স দিতে রাজি হয়নি বিশ্বের অন্যতম বৃহৎ এই প্রযুক্তি প্রতিষ্ঠান। ফলে দেশীয় বিজ্ঞাপনদাতাদের কাছ থেকেই ট্যাক্স আদায়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সোমবার বৈঠকের একটি সূত্র বলছে, ট্যাক্স আদায়ের লক্ষ্যে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ে আলাদা শাখা খোলা হবে। ফেসবুকের কাছে বিজ্ঞাপন জমা দেওয়ার আগেই সে শাখায় বিজ্ঞাপনদাতাকে ট্যাক্স পরিশোধ করতে হবে।
দেশের নতুন ভ্যাট আইন অনুযায়ী, ফেসবুক, গুগল, ইউটিউব ও অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর এদেশে অফিস খুলতে হবে অথবা এখানে এজেন্ট রাখতে হবে।এসব প্ল্যাটফর্মের বিজ্ঞাপন থেকে সরকারের ট্যাক্স আদায়ের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
কিন্তু সোমবারের বৈঠকে বাংলাদেশকে ‘ছোট বাজার’ উল্লেখ করে এখানে অফিস খোলার ব্যাপারে অনাগ্রহ দেখিয়েছে ফেসবুকের প্রতিনিধিদলটি।